শ্রীমঙ্গলে হলদু ঘরগিন্নি সাপ উদ্ধার
রিপোর্টারের নাম :
-
আপডেট সময়:
বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
সময় 11 months আগে
-
৮৬
টাইম ভিউ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগানের বাংলো থেকে একটি বিরল প্রজাতির ঘরগিন্নি সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বুধবার (৩১ জানুয়ারি) উপজেলার ভুরভুরিয়া চা বাগানের সহকারি ব্যবস্থাপক এ এইচ এম সাদিকুল রহমানের বাংলো থেকে এ দুর্লভ প্রজাতির হলুদ-ছাপ বিশিষ্ট ঘরগিন্নি সাপ উদ্ধার করা হয়েছে।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে শ্রীমঙ্গল এর পরিচালক স্বপন দেব সজল বলেন,আজ সকালে উপজেলার ভুরভুরিয়া চা বাগানের ব্যবস্থাপকের বাংলোতে সাপ দেখতে পেয়ে বাসার সবাই আতঙ্কিত হয়ে। আমাকে মুঠোফোনে খবর দেয়। খবর পেয়ে বাংলোতে গিয়ে সাপটি সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি।
পরে সাপটিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম বলেন,উদ্ধারকৃত সাপটি সুস্থ আছে। লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করে দেয়া হবে।
গত ১৩ জানুয়ারি শহরতলীর মৌলভীবাজার রোডের রেসিডেন্সিয়াল স্কুল ও কলেজের সামনে থেকে একটি বড় অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়।
আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন
এই বিভাগের আরো খবর