ময়মনসিংহে দৌড়ঝাঁপ দুই ডজন নারীনেত্রীর
রিপোর্টারের নাম :
-
আপডেট সময়:
বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
সময় 11 months আগে
-
৯৩
টাইম ভিউ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর এবার ( জাতীয় সংসদে সংরক্ষিত আসন ৩২৬) ময়মনসিংহ থেকে সংরক্ষিত নারী আসনের এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছে দুই ডজনের বেশি নারী। সংসদে যাওয়ার দৌড়ে এগিয়ে থাকতে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ রক্ষার পাশাপশি কেন্দ্রে লবিং করছেন তারা।
মনোনয়নে এগিয়ে থাকতে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ রক্ষা কওে চলছেন। সংরক্ষিত এমপি প্রার্থীদেও তালিকা ক্রমশই দীর্ঘ হচ্ছে। ময়মনসিংহেই দুই ডজন এর অধিক প্রার্থীর নাম ইতি মধ্যেই শোনা যাচ্ছে।
ময়মনসিংহের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন- একাদশ জাতীয় সংসদেও সদস্য মনিরা সুলতানা মনি, সাবেক এমপি ফাতেমা জোহরা রানী, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারা খাতুন,
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক দিলরুবা শারমিন,জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি কৃষিবিদ ডা: শামসুন্নাহার পারভীন, সাধারণ সম্পাদক সেলিনা রশিদ,
ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুমা খান,জেলা পরিষদের সদস্য মীর সালমা,মহিলা আওয়ামী নেত্রী লুসি আখতার মহল, রোকেয়া সাত্তার, মহানগর মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদা তাহমিনা প্রীতি।
ময়মনসিংহ জেলা যুব মহিলা মহিলা লীগের আহ্বায়ক অধ্যাপক বিলকিস খানম পাপড়ি, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিহারিকা পারভীন ইভা।
ময়মনসিংহ মহানগর যুব মহিলা লীগের আহবায়ক তামান্না ইয়াসমিন পিয়াংকা, আওয়ামী লীগের নেত্রী রাবেয়া ইসলাম ডলি, অধ্যাপক তসলিমা বেগম, সেলিমা সোবহান, হোসনে আরা খান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আরজুনা কবির, ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক মার্জিয়া সুলতানা হাসি।
ময়মনসিংহ সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ন আহবায়ক (১) জেবিন চৌধুরী, তারাকান্দা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, ত্রিশাল উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার বিউটি সহ অনেকই।
ময়মনসিংহ মহনগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু বলেন, যেসকল নারী নেত্রীরা রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি জনসম্পৃক্ততা রয়েছে তাদেও সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য করা উচিত।
এতে করে স্থানীয় উন্নয়নের পাশাপাশি সংসদ অধিকতর কার্যকর ও গতিশীল হবে। যারা পরীক্ষিত নেত্রী ও স্থানীয় অধিবাসীদেও সামগ্রী উন্নয়নে কাজকরতে পারবে এমন নারী সংসদে গেলে সাধারণ মানুষের উন্নয়ন হবে।
নাজমুল হুদা মানিক/এএএ
আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন
এই বিভাগের আরো খবর