ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মালেক সরকারকে আছিম তা’লীমুল মিল্লাত দাখিল মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শুক্রবার ( ২৬ জানুয়ারি) দুপুরে পৌর এলাকার বঙ্গবন্ধু চত্ত্বরের সামনে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় মাদ্রাসার উন্নয়নে সার্বিক সহযোগিতা ও যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন এমপি মালেক সরকার।
শুভেচ্ছা বিনিময়কালে মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হক, সাবেক সভাপতি আব্দুল খালেক, মাদ্রাসার প্রতিষ্ঠাতা এ কে এম নজরুল ইসলামসহ শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।