নতুন বউয়ের মুখে সিগারেট
রিপোর্টারের নাম :
-
আপডেট সময়:
বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
সময় 11 months আগে
-
১৭৯
টাইম ভিউ
নতুন বউয়ের মুখে সিগারেট ! বিয়ের পরই বিতর্কে আমির খানের মেয়ে ইরা । ঠোঁটের ফাঁকে সিগারেট নিয়ে ছবি তুলেছিলেন। সেই ছবি শেয়ার করেন সোশাল মিডিয়ায়। তাতেই সমালোচনা শুরু হয়ে যায়। কটাক্ষ, বিদ্রুপও করা হয়েছে।
গত কয়েকদিন ধরে বিয়ে নিয়েই ব্যস্ত ছিলেন ইরা। প্রথমে সারেন রেজিস্ট্রি। তাতে আবার শর্টস-স্যান্ডো পরে আসেন বর নূপুর শিকরে। যা নিয়ে বিস্তর চর্চা হয়।
কেন এমন কাজ? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নূপুর জানান, সম্পর্কের শুরুর দিকে তিনি এভাবেই দৌড়ে ইরার সঙ্গে দেখা করতে আসতেন।
রেজিস্ট্রি সেরেই উদয়পুরে পাড়ি দেয় আমিরের পরিবার ও পরিজনরা। সেখানে ৮ থেকে ১০ জানুয়ারি ধরে হয়েছে হোয়াইট ওয়েডিং। দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে মিলে বিয়ের যাবতীয় দায়িত্ব সামলেছেন আমির।
মেহেন্দি, হলদি যেমন হয়েছে, তেমনই হয়েছে পাজামা পার্টি। তার পর সাদা গাউন পরে ফিটনেস কোচ নূপুর শিকরেকে ‘আই ডু’ বলেছেন ইরা।
মেয়ের বিয়ের পর মুম্বইয়ে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছিলেন আমির।
শাহরুখ, সলমন, মাধুরী, রেখা থেকে শুরু করে মুকেশ, নীতা আম্বানির মতো ব্যক্তিত্বরা এসেছিলেন সেখানে। রাজনীতিবিদদেরও দেখা যায়। সোমবার বিয়ের আগের মুহূর্তের কিছু ছবি শেয়ার করেন ইরা। সেখানেই সিগারেট নিয়ে তোলা ছবিটি রয়েছে।
যার কমেন্টবক্সে লেখা হয়েছে,আমির খানের মেয়েই এতটা নির্লজ্জ হতে পারে। যে মদের পার্টিরও ছবি শেয়ার করতে পারে। ঈশ্বরকে কী মুখ দেখাবে এমন কথাও লেখা হয়েছে।
আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন
এই বিভাগের আরো খবর