গাজীপুরে বিএনপির ৯ নেতার জামিনে মুক্ত
রিপোর্টারের নাম :
-
আপডেট সময়:
বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
সময় 11 months আগে
-
১২৪
টাইম ভিউ
গাজীপুরে বিএনপির ৯ নেতা গত দুদিনে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।মহানগর গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খানসহ স্থানীয় বিএনপির আরও ৯ নেতা গত দুদিনে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন সময় তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
গাজীপুর কারাগার থেকে জামিনে মুক্তিপ্রাপ্ত অন্য নেতারা হলেন- গাছা থানা বিএনপি নেতা মোহাম্মদ কামরুজ্জামান বিপ্লব, সোলায়মান সরকার, অরুন, দেলোয়ার হোসেন রতন, নাঈম মাস্টার, জাকির খন্দকার, রোকনুজ্জামান খান, কলন্তর ও শাকের বেপারী।
গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান জানান, দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে গত বছর ৫ নভেম্বর রাজপথে মিছিল থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
এরপর নিম্ন আদালত থেকে জামিন না পেয়ে অবশেষে ৯ জানুয়ারি হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। গাজীপুর কারাগারে জামিননামা পৌঁছালে সোমবার মুক্তি লাভ করেন। এর পরদিন মঙ্গলবার অন্য নেতারাও মুক্তি পান।
এছাড়াও জেলা ও মহানগর বিএনপির আরও ৩২ নেতা জামিনে মুক্তিলাভ করেন।
আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন
এই বিভাগের আরো খবর