Logo
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:২১ অপরাহ্ন
Title :
ময়মনসিংহে এক যুগপর ইসলামী ছাত্রশিবিবের বিক্ষোভ মিছিল ময়মনসিংহে সাংবাদিকদের সাথে আশা’র মতবিনিময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি গঠন নিয়ে সভা শেষে মারামারি, থানায় অভিযোগ ময়মনসিংহে ট্রাফিক ব্যবস্থাপনায় ৬০ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত ময়মনসিংহে গারো সম্প্রদায়ের ‘খ্রীষ্টরাজ ওয়ানগালা রাজোৎসব’ উদযাপিত গোটা কুরআন আমাদের কর্মসূচি এটা আমাদের ভুলে গেলে চলবে না- অধ্যাপক মুজিবুর রহমান ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড ময়মনসিংহে ডিবির অভিযানের পর বাসার সামনে থেকে অচেতন অবস্থায় উদ্ধার,পরে মৃত্যু দুই দিন ধরে বাড়িতে ঝুলছিল ইউপি চেয়ারম্যানের লা ময়মনসিংহে প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

আগের মতো সম্পর্ক আর নেই ? ঠিক করার উপায় কি!

রিপোর্টারের নাম :
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • সময় 12 months আগে
  • ৮৯ টাইম ভিউ

প্রতিদিন ডেস্ক :
অনেকটা বাগানের মতো সম্পর্কগুলো,লালন-পালন এবং যত্নের প্রয়োজন হয় । সম্পর্কের শুরুর মতো পরবর্তী সময়ে একই উত্তাপ নাও থাকতে পারে। ধীরে ধীরে ম্লান হয়ে আসতে পারে ঝলমলে দিনগুলো।

এই পরিবর্তন স্বাভাবিক। যদি সম্পর্ক কোনো কারণে ম্লান হয়ে গেছে বলে মনে হয় তবে তা আবার আগের মতো প্রাণবন্ত করতে চেষ্টা করতে হবে। কিন্তু এভাবে চলতে দিলে একটা সময় সম্পর্ক টিকিয়ে রাখারই আর কোনো কারণ খুঁজে পাবেন না। তাই শুরু থেকেই যত্ন নিন।

চলুন জেনে নেওয়া যাক এক্ষেত্রে আপনার করণীয়-

১. মন খুলে কথা বলুন: ওপাশ থেকে চুপ হয়ে গেলে এপাশ থেকেও চুপ হয়ে যাবেন না। মন খুলে কথা বলুন। সারাক্ষণ সংসারের হিসাব-নিকাশ, ডাল-চালের হিসাব বাদ দিয়ে নিজেদের ভালোলাগার কিছু নিয়ে গল্প করুন।
আপনার ভয়, আপনার স্বপ্ন, অদ্ভুত খাবারের আকাঙ্ক্ষা সবকিছু তাকে বলুন। সে আপনার একান্ত আপনজন। তার সামনে প্রয়োজন নেই ইগো ধরে রাখার। মন খুলে হাসুন। কথা বলুন। এটি সম্পর্কের ক্ষেত্রে জাদুকরী প্রভাব রাখে। সবকিছু আবার প্রাণবন্ত করে দেয়।

২. একে অপরকে পুনরায় বুঝতে চেষ্টা করুন: মনে আছে, তার অদ্ভুত হাসি বা একটুতেই আবেগাক্রান্ত হওয়ার হৃদয় আপনাকে মুগ্ধ করেছিল? মানুষ হলো ভালো বইয়ের মতো, তার ভেতরে অন্বেষণ করার জন্য অন্তহীন অধ্যায় থাকে। একে অপরকে পুনরায় শিখতে এবং আবিষ্কার করতে সময় নিন।
তার সাম্প্রতিক কাজ সম্পর্কে জিজ্ঞাসা করুন, তার আবেগের কথা মন দিয়ে শুনুন এবং বুঝতে চেষ্টা করুন। তার শখগুলোকে সমর্থন করুন। এই পারস্পরিক অন্বেষণ সম্পর্ককে সতেজ রাখে এবং আপনাকে মনে করিয়ে দেয়, কেন আপনি এই আকর্ষণীয় মানুষের প্রেমে পড়েছিলেন।

৩. একসঙ্গে নতুন অ্যাডভেঞ্চারে যান: নতুন কিছু করার চেষ্টা করুন। নতুন কোনো জায়গায় ঘুরতে যান। দু’জন মিলে ঘুরে আসুন কাছে অথবা দূরে কোথাও থেকে। নতুন কোনো শখ পূরণের চেষ্টা করুন।
আপনাদের স্বপ্নের কোনো শহর বা স্থানে বেড়াতে যান। এগুলো আপনাদের সম্পর্কের ক্ষেত্রে ওষুধের মতো কাজ করবে। প্রায় ভাঙতে বসা সম্পর্ক আবার জোড়া লাগতে শুরু করবে। আপনারা দু’জন দু’জনকে আসলেই কতটুকু চান তা বুঝতে পারবেন। সেভাবেই সম্পর্ক এগিয়ে নিতে পারবেন।

৪. কোয়ালিটি টাইম কাটান: জীবনে যতই ব্যস্ততা থাকুক, একে অপরের জন্য সময় বের করা অপরিহার্য। তার সঙ্গে সময় কাটাতে চাওয়াকে অগ্রাধিকার দিন, সপ্তাহে একদিন হলেও কোয়ালিটি টাইম কাটান।
হতে পারে তাই বাইরে কোথাও ডিনার করতে যাওয়া, দু’জনে একসঙ্গে সিনেমা দেখা বা পার্কের মধ্যে হাত ধরে হাঁটা। এটুকু সময় পরস্পরের জন্য থাকুক।

৫. একে অপরকে চমক দিন: আপনাদের সম্পর্কের শুরুতে একে অপরকে সারপ্রাইজ দিতেন নিশ্চয়ই? সেই চমকই আবার ফিরিয়ে আনুন। মানুষ পুরনো হয় না, আপনার আচরণই তাকে পুরনো করে দেয়।
ছোট ছোট চমক আপনাদের সম্পর্ককে আবারও রঙিন করে তুলবে। তার পছন্দের খাবারটি তৈরি করে চমকে দিতে পারেন, তার ব্যাগে কিছু টাকা লুকিয়ে রেখে চমকে দিতে পারেন, তার পছন্দের কোনোকিছু না জানিয়ে নিয়ে এসেও চমকে দিতে পারেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024
Support : ESAITBD Software Lab Dhaka