Logo
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে এক যুগপর ইসলামী ছাত্রশিবিবের বিক্ষোভ মিছিল ময়মনসিংহে সাংবাদিকদের সাথে আশা’র মতবিনিময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি গঠন নিয়ে সভা শেষে মারামারি, থানায় অভিযোগ ময়মনসিংহে ট্রাফিক ব্যবস্থাপনায় ৬০ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত ময়মনসিংহে গারো সম্প্রদায়ের ‘খ্রীষ্টরাজ ওয়ানগালা রাজোৎসব’ উদযাপিত গোটা কুরআন আমাদের কর্মসূচি এটা আমাদের ভুলে গেলে চলবে না- অধ্যাপক মুজিবুর রহমান ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড ময়মনসিংহে ডিবির অভিযানের পর বাসার সামনে থেকে অচেতন অবস্থায় উদ্ধার,পরে মৃত্যু দুই দিন ধরে বাড়িতে ঝুলছিল ইউপি চেয়ারম্যানের লা ময়মনসিংহে প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

ময়মনসিংহে গারো সম্প্রদায়ের ‘খ্রীষ্টরাজ ওয়ানগালা রাজোৎসব’ উদযাপিত

রিপোর্টারের নাম :
  • আপডেট সময়: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • সময় 4 weeks আগে
  • ৩১ টাইম ভিউ

‘বিশ্ব শান্তি ও পরিত্রাণের সর্বময় প্রভু, খ্রীষ্টরাজ’ এই প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্যে দিয়ে ময়মনসিংহে গারো সম্প্রদায়ের খ্রীষ্টরাজ ওয়ানগালা রাজোৎসব উদযাপিত হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) নগরীর ভাটিকাশর সাধু প্রেট্রিক ক্যাথিড্রাল গীর্জা প্রাঙ্গনে দিনব্যাপী উৎসবের আয়োজন করে প্যারিস কাউন্সিল ও ময়মনসিংহ মহানগর নকমা পরিষদ। সকালে দেবতা মিসি সালজংকে উৎসর্গ করে পূজা-অর্চনা ও ধন্যবাদ উৎসবের আয়োজন করা হয়।

শস্য দেবতাকে ধন্যবাদ জানিয়ে ও নতুন ফসল খাওয়ার অনুমতির পাশাপাশি ‘পরিবারে ভালোবাসা, আনন্দ, সব পরিবারের মঙ্গল কামনায় প্রার্থনা করে দিনটি পালন করে তারা। পরে গারো সংস্কৃতির বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে গারো কৃষ্টি-কালচারের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গারো সম্প্রদায়ের আদি ধর্ম সাংসারেক অনুসারে শস্য দেবতা মিসি সালজংকে অর্চনা করা হয়। সব ধরণের ফসল দেবতাকে উৎসর্গ করার পর নিজেরা গ্রহণ করেন মান্দিরা। এতে খরাপ কিছু থেকে ফসল রক্ষায় মোরগ দিয়ে রাকাশি পূজা করা হয়।

এ উৎসবের মাধ্যমে এভাবেই নতুন প্রজন্মের গারোরা জেনে যায়- সৃষ্টিতত্ত্ব, দেবতত্ত্ব, ধর্মতত্ত্ব, জীবতত্ত্ব, দর্শন, পৌরাণিক কাহিনী ও গারোদের অতীত গৌরবময় ঐতিহ্য। ফলে বংশ পরম্পরায় টিকে থাকে গারোদের কৃষ্টি ও সংস্কৃতি।

এমন অনুষ্ঠান প্রতি বছর আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা। ওয়ানগালা উপলক্ষে গারো সংস্কৃতির বিভিন্ন জিনিসের পসরা নিয়ে মেলা বসেন বিক্রেতারা। নতুন প্রজন্মের শিশুরা বর্ণিল পোশাক পরে উৎসবে আনন্দ আয়োজনের মিলনে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধু প্রেট্রিক ক্যাথিড্রাল গীর্জার পাল পুরোহিত ড. বিজন কুবির, কারিতাসের আঞ্চলিক পরিচালক অপুর্ব ম্রং, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ময়মনসিংহ শহর শাখার সভাপতি অরন্য ই চিরান, নকমা মার্টিন মানকিন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024
Support : ESAITBD Software Lab Dhaka