ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় বাসা বাড়িতে গ্যাস সর্বরাহ অনিদৃষ্ট সময়ের জন্য বন্ধ হয়েগেছে।
গতকাল রাত এগারটা থেকে গ্যাস পাচ্ছেননা ময়মনসিংহ ও নেত্রকোনার তিতাসের গ্রাহকরা। মঙ্গবার (২৫ জুন) বিকেলে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার নারায়ণপুর গ্রামে
ঢাকা- ময়মনসিংহ তিতাস গ্যাস সঞ্চালন পাইপ ক্ষতিগ্রস্থ হয়। ডিফেং ইকোনমিক জুন এই ফেক্টরির ভবন নির্মান কাজের পাইলিং করতে গিয়ে গ্যাস লাইনটিতে আঘাত করে ফুটো করে দেয়। ওই ছিদ্র দিয়ে লাখ লাখ টাকার গ্যাস আকাশে উড়ে যাচ্ছে।
তিতাস গ্যাস কোম্পানির ডিজিএম নারায়ন চন্দ্র দে জানিয়েছে অত্যন্ত স্পর্শকাতর গ্যাসের সঞ্চালন লাইনের পাইপ ছিদ্র করে দেয়ায় তা মেরামতে অত্যন্ত জটিল প্রক্রিয়ার মাধ্যমে শুরু করতে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কখন সংযোগ স্বাভাবিক হবে তা বলা যাচ্ছেনা। সঞ্চালন অনলাইনের মেরামত কাজ শুরু হয়েছে। এদিকে হঠাৎ গ্যাস লাইন শাটডাউন পড়ায় গ্রাহকরা দুর্ভোগে পরেছেন।
ময়মনসিংহ গ্যাস অফিসের ম্যানেজার অপারেশন হিমটন পাল বলেন,লিকেজ সরানোর জন্য আমাদের টিম গতকালকে রাত থেকে চেষ্টা করতেছে। আমাদের নিরাপত্তার জন্য সম্পূর্ণ গ্যাস শূন্য হওয়ার পর কাজ শুরু করতে হয়। সেই নিয়ম অনুসারে আমরা কাজ করতেছি, দ্রুত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ করতে পারব।