টেকসই নগর বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি- মেয়র টিটু
রিপোর্টারের নাম :
-
আপডেট সময়:
রবিবার, ৯ জুন, ২০২৪
সময় 7 months আগে
-
৮৫
টাইম ভিউ
ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ২৬ নং ওয়ার্ডে সড়ক ও সড়ক ও জনপদের মুক্তাগাছা বাইপাস থেকে মারকাস মসজিদ পর্যন্ত ১১০ মিটার আরসিসি সড়কের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।
শুক্রবার (৭ জুন) দুপুরে রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। ময়মনসিংহ সিটি কর্পোরেশন সড়ক উন্নয়ন, ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিকসেবা উন্নয়ন প্রকল্পের আওতায় সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ রাস্তাটির নির্মাণ কাজ বাস্তবায়ন করবে।
উদ্বোধনকালে মেয়র বলেন, টেকসই নগর বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি। নগরের প্রতিটি প্রান্তরে উন্নয়নকে পৌঁছে দেওয়ার চেষ্টায় কার্যক্রম অব্যহত রয়েছে। প্রতিশ্রুত ময়মনসিংহ বিনির্মাণে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। উন্নয়নকাজে এলাকাবাসী সহযোগিতা করলে উন্নয়ন ত্বরান্বিত হয়। উন্নয়নকাজে সহযোগিতা করুন।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ময়মনসিংহবাসীর প্রতি আন্তরিক। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। তিনি ময়মনসিংহবাসীর জীবনমান উন্নয়নে নানা প্রকল্প দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশ ২০৪১ সালের আগেই উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
উদ্বোধনকালে ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম,নির্বাহী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, মারকাস মসজিদের খাতিব ও অন্যান্য মুসুল্লিবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন
এই বিভাগের আরো খবর