নেত্রকোনায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে নির্বাচনী বিতর্ক
রিপোর্টারের নাম :
-
আপডেট সময়:
শুক্রবার, ১৭ মে, ২০২৪
সময় 7 months আগে
-
৯০
টাইম ভিউ
নেত্রকোনা সদরে ২য় ধাপের উপজেলা নির্বাচনের নানা দিক তুলে ধরে ‘নির্বাচনী বিতর্ক’ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেছে চার চেয়ারম্যান প্রার্থীসহ সাধারণ মানুষ।
শনিবার (১৭ মে) বিকেল ৩ টায় পৌরশহরের একটি হল রুমে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)।
ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমদের সঞ্চালনায় বিতর্কে অংশ নেন চার চেয়ারম্যান পদপ্রার্থী জিএম খান পাঠান বিমল, মুজিবুল আলম হীরা, হাফিজুর রহমান খান এবং আজহারুল ইসলাম অরুন। প্রার্থীরা তাদের নিজ নিজ নির্বাচনি ইশতেহার, অঙ্গীকার, প্রত্যাশা ও অবস্থান তুলে ধরেন।
বিতর্কের শেষ অংশে নির্বাচনী এলাকার নানা সমস্যা, হতাশা, সংশয় নিয়ে প্রার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন নেত্রকোনা সদর উপজেলায় বসবাসরত সাধারণ মানুষ।
এসব উত্থাপিত প্রশ্ন, সাম্প্রতিক সমস্যা এবং নির্বাচিত হলে সেই সব সমস্যা সমাধানে প্রার্থীদের ভূমিকাসহ নানা প্রশ্নের উত্তর দেন অংশগ্রহণকারী প্রার্থীগণ।
আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন
এই বিভাগের আরো খবর