তারাকান্দায় ১০ টাকার ছেঁড়া নোট না নেওয়ায় ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা সংকটাপন্ন
রিপোর্টারের নাম :
-
আপডেট সময়:
বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
সময় 8 months আগে
-
১৫৪
টাইম ভিউ
ময়মনসিংহের তারাকান্দায় ১০ টাকার ছেঁড়া নোট না নেওয়ায় দোকানি ও তার ছেলেকে ছুরিকাঘাত করা হয়েছে।এ ঘটনায় ছেলে মো. ইকবাল (২৩) নিহত হয়েছেন।
বাবা মো. সাদেক মুন্সিকে (৪৮) সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে। নিহত ইকবালের বাবা সাদেক মুন্সি স্থানীয় মাজিয়াল এলাকার দিঘারকান্দা গ্রামের মৃত শাবান আলীর ছেলে। সাদেক স্থানীয় মাজিয়াল বাজারের ব্যবসায়ী বলে জানাযায়।
মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার বানিহালা ইউনিয়নের মাজিয়াল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়, সাদেক মুন্সি ছেলে ইকবালকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যার পর দোকান করছিলেন। রাত ৮টার দিকে ওই দোকানে সিগারেট কিনতে যান একই গ্রামের ফারুক মিয়া।
সিগারেট কিনে তিনি একটি ১০ টাকার ছেঁড়া নোট দেন। দোকানির ছেলে ইকবাল নোটটি বদলে দিতে বলেন। কিন্তু এতে ফারুক রেগে যান।
বাগবিতণ্ডার এক পর্যায়ে ফারুক তার ছোট ভাই পারভেজ মিয়াকে ডেকে নেন। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে পারভেজ তার সঙ্গে আনা ছুরি দিয়ে দোকানের ভেতরেই ইকবালকে এলোপাথাড়ি আঘাত শুরু করেন।
ওই সময় তারা দোকানি সাদেক মুন্সিকেও ছুরিকাঘাত করেন। হাসপাতালে নেওয়ার পথেই ইকবাল মারা যান। পরে গুরুতর অবস্থায় সাদেক মুন্সিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।এরপর রাত ১০টার দিকে তাকে ঢাকায় রেফার্ড করা হয়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী জানান, রাত আটার দিকে বাজারে দোকানে সিগারেট কিনতে গিয়ে ছেঁড়া টাকা দেওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে এই হত্যাকাণ্ড ঘটে।
পরে উদ্যার করে আহত বাবা-ছেলেকে মমেক হাসপাতালে পাঠানো হলে রাস্তায় মারা যায় ইকবাল। বাবাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নং ওয়ার্ডে ভর্তি করা হয়।
পরে তার অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন
এই বিভাগের আরো খবর