Logo
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে এক যুগপর ইসলামী ছাত্রশিবিবের বিক্ষোভ মিছিল ময়মনসিংহে সাংবাদিকদের সাথে আশা’র মতবিনিময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি গঠন নিয়ে সভা শেষে মারামারি, থানায় অভিযোগ ময়মনসিংহে ট্রাফিক ব্যবস্থাপনায় ৬০ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত ময়মনসিংহে গারো সম্প্রদায়ের ‘খ্রীষ্টরাজ ওয়ানগালা রাজোৎসব’ উদযাপিত গোটা কুরআন আমাদের কর্মসূচি এটা আমাদের ভুলে গেলে চলবে না- অধ্যাপক মুজিবুর রহমান ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড ময়মনসিংহে ডিবির অভিযানের পর বাসার সামনে থেকে অচেতন অবস্থায় উদ্ধার,পরে মৃত্যু দুই দিন ধরে বাড়িতে ঝুলছিল ইউপি চেয়ারম্যানের লা ময়মনসিংহে প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

ত্রিশালে মেয়র হচ্ছেন সাবেক মেয়রের সহধর্মীনী শামিমা

রিপোর্টারের নাম :
  • আপডেট সময়: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • সময় 10 months আগে
  • ১৫৯ টাইম ভিউ

দেলোয়ার হোসেন,ময়মনসিংহ:

আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এর পরই ভোট উৎসবে শামিল হবেন ত্রিশাল পৌরসভার ভোটাররা। কবি নজরুলের বটতার এই পৌরসভাতে এখন বাঁধভাঙা আনন্দের জোয়ার। ত্রিশাল পৌরসভাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ত্রিশাল পৌরসভা নির্বাচন। সর্বত্র বইছে ভোটের হাওয়া। বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১২টায় শেষ হয়েছে আনুষ্ঠানিক প্রচার। তাই প্রার্থীরা শেষ মুহূর্তে বিরামহীন দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন ভোটারদের সমর্থন পেতে।

নির্বাচনে এবারও প্রার্থী হয়েছেন সদ্য সাবেক মেয়র এবিএম আনিচ্ছুজ্জামান আনিছের সহধর্মীনী শামিমা আক্তার। তিনি প্রথমবারের মতো পৌরসভাতে মেয়র হতে লড়ছেন। এই দৌড়ে আরও দুই প্রার্থী থাকলেও শামিমা আক্তার তুলনায় এখন পর্যন্ত প্রচারের দিক থেকে অন্যরা ঢের পিছিয়ে। দলের বেশিরভাগ নেতাসহ বিশাল কর্মীবাহিনী ও শুভাকাঙ্ক্ষীরা শামিমা আক্তার প্রচারে থাকায় প্রত্যেক ভোটারের কাছেই পৌঁছেছে জগ প্রতীকের আওয়াজ। ভোটারদের মুখে মুখে তাই শামিমা আক্তার নামই উচ্চারিত হচ্ছে।

ত্রিশাল পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে নানা শ্রেণিপেশার মানুষের কাছে তাদের প্রত্যাশা কী জানতে চাওয়া হয়। সবার একই ধরনের কথা। সময়ের সঙ্গে সঙ্গে উন্নয়ন সমৃদ্ধের পথে যিনি ত্রিশাল পৌরসভাকে এগিয়ে নিতে পারবেন,এমন স্মার্ট ব্যক্তিকে তারা মেয়র হিসেবে দেখতে চান। এই হিসাবে ত্রিশাল পৌরসভাকে বদলে দেওয়ার কারিগর পৌরসভার প্রথম মেয়র শামিমা আক্তারকেই প্রথম পছন্দ তরুণসহ সাধারণ ভোটারদের।

দরিরামপুর মেইন রোড এলাকায় ফার্মেসিতে দাঁড়িয়ে কথা হচ্ছিল পঞ্চাশোর্ধ্ব হাসান আলীর সঙ্গে। মেয়র হিসেবে পছন্দের প্রার্থীর কথা জিজ্ঞেস করতেই বলেন, ত্রিশালে পৌর মেয়র শামিমা আক্তার বিকল্প নেই। একসময় নাকে-মুখে রুমাল দিয়ে এই ত্রিশালে পৌরসভায় পথ চলতে হতো। যেখানে সেখানে পড়ে থাকত ময়লার স্তূপ। বৃষ্টি হলেই পানিবন্দি হয়ে পড়ত মানুষ। অন্ধকারাচ্ছন্ন পৌরসভ ছিনতাই ছিল নিত্যদিনের ঘটনা। সেসব চিত্র এখন পুরোপুরি পাল্টে গেছে। সড়কে নেই ময়লা, ভারি বৃষ্টি হলেও কয়েক ঘণ্টাতেই নেমে যায় পানি। এ ছাড়া সড়ক অবকাঠামো, আলোকায়ন দৃশ্যপটের এমন পরিবর্তনের রূপকার তো তারিই স্বামী সাবেক মেয়র এবিএম আনিচ্ছুজ্জামান আনিছ। তাই শামিমা আক্তারের প্রতি মানুষের প্রত্যাশা বেশি।

তরুণদের কাছেও সমানভাবে জনপ্রিয় শামিমা আক্তার। সদা হাস্যোজ্জ্বল সাবেক মেয়রের সহধর্মীনী যখনই রাস্তায় হাঁটেন, তখনই ছুটে আসেন তরুণর নারীরা। এই নির্বাচনে হার-জিত নির্ধারণ করতে পারেন তরুণ ভোটাররা। তরুণ ভোটাররাও এবারের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। সমস্যা সমাধানে সিদ্ধহস্ত এমন জনবান্ধব নেতৃত্বকেই পৌরসভার সেবক হিসেবে চান তরুণ ভোটাররা। এ ক্ষেত্রে তাদের পছন্দের তালিকার অগ্রভাগে রয়েছেন শামিমা আক্তার।

গোলাম মোস্তফা সরকার বলেন,সাধারণ মানুষের অনুভূতিকে ছুঁয়ে যাওয়া অসাধারণ এক নেত্রী শামিমা আক্তার। সাধারণ মানুষ চান রাজনীতিবিদরা তাদের কাছাকাছি থাকুক কিংবা তাদের কাছে যেন নির্ভয়ে ও নিঃসংকোচে যেতে পারেন। শামিমার মধ্যে এই গুণাবলি বিদ্যমান।

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯মার্চ। ত্রিশাল পৌরসভার গো-হাটা মাঠে জগ প্রতীকের মেয়র প্রার্থী শামীমা আক্তারের নির্বাচনী মতবিনিময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জগ প্রতিকে ভোট দিন।

ত্রিশাল পৌরসভা উপ-নির্বাচনে আওমীলীগের নেতাকর্মীরা শামিমা আক্তারের পক্ষে কাজকরে যাচ্ছেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার,আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান চানুর,
উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সরকার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফজলে রাব্বী, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল নয়ন, উপজেলা আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ, উপজেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুল আলম, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সোয়েল মাহমুদ সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছাব্বির আহমেদ ছানী, উপজেলা যুবলীগ নেতা তারিকুল হাসান আমির সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলর বৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024
Support : ESAITBD Software Lab Dhaka