Logo
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০০ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে এক যুগপর ইসলামী ছাত্রশিবিবের বিক্ষোভ মিছিল ময়মনসিংহে সাংবাদিকদের সাথে আশা’র মতবিনিময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি গঠন নিয়ে সভা শেষে মারামারি, থানায় অভিযোগ ময়মনসিংহে ট্রাফিক ব্যবস্থাপনায় ৬০ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত ময়মনসিংহে গারো সম্প্রদায়ের ‘খ্রীষ্টরাজ ওয়ানগালা রাজোৎসব’ উদযাপিত গোটা কুরআন আমাদের কর্মসূচি এটা আমাদের ভুলে গেলে চলবে না- অধ্যাপক মুজিবুর রহমান ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড ময়মনসিংহে ডিবির অভিযানের পর বাসার সামনে থেকে অচেতন অবস্থায় উদ্ধার,পরে মৃত্যু দুই দিন ধরে বাড়িতে ঝুলছিল ইউপি চেয়ারম্যানের লা ময়মনসিংহে প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

ময়মনসিংহ জিলা স্কুল এক্স স্টুডেন্টস স্পোর্টস ক্লাব ক্রিকেট টুর্ণামেন্ট

রিপোর্টারের নাম :
  • আপডেট সময়: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • সময় 10 months আগে
  • ১০৫ টাইম ভিউ

ময়মনসিংহে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো জিলা স্কুল এক্স স্টুডেন্টস স্পোর্টস ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট। জাকজমকপূর্ন এই ক্রিকেট টুর্নামেন্টটি আয়োজন করছে জিলা স্কুল এক্স স্টুডেন্টস স্পোর্টস ক্লাব। বুধবার (২১ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি) পর্যন্ত নগরীর জিলা স্কুল ও বোর্ডিং মাঠে দিবা রাত্রীর এই ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে।

ময়মনসিংহের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য জিলা স্কুলের ১৯৭১ সাল থেকে বিগত ৫৩ বছরের শিক্ষার্থীদের ৪৪ টি ব্যাচ এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এছাড়া শিক্ষকদেরও একটি টিম অংশগ্রহণ করছে। টূর্নামেন্ট উপলক্ষে গতকাল মঙ্গলবার নগরীর জিলাস্কুল হোস্টেল মাঠে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা।

এ সময় তারা জানান, ময়মনসিংহ জিলা স্কুলের প্রাক্তন ছাত্রদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করতে চতুর্থবারের মতো এই আয়োজন করা হয়। ভবিষ্যতে এই ধরনের টূর্নামেন্ট আয়োজনের অব্যহত থাকবে। ব্যতিক্রমী এ আয়োজনকে ঘিরে জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার। জাতীয় দলের একাধিক খেলোড়সহ বেশ কয়েকজন সংসদ সদস্য এ খেলাতে অংশ নিচ্ছে। খেলাকে কেন্দ্র করে এক মিলনমেলার সৃষ্টি হবে বলে আশা করছেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে জিলা স্কুল এক্স স্টুডেন্ট স্পোটস ক্লাবের উপদেষ্টা জিলা স্কুল ৭১ ব্যাচের ছাত্র ও জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামূল আলম, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৭১ ব্যাচের ছাত্র অধ্যাপক শেখ আমজাদ আলী,ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান,

পৃষ্ঠপোষক,মোহিত উর রহমান শান্ত এমপি,স্পোটর্স ক্লাবের প্রেসিডেন্ট ও জাতীয় ফুটবল দলের সাবেক কোচ এ, কে, এম, মারুফুল হক, সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক আরিফ চৌধুরী রাসেল, টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোহাম্মদ এমদাদ উল্লাহ রাজু, সংগঠনের অন্যতম সদস্য শরিফুজ্জামান সোহেল, হাবিব উল্লাহ বাবু, আরিফুর রহমান রবিন উপস্থিত ছিলেন।

এছাড়াও, উপস্থিত ছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, মিডিয়া কমিটির সাধারণ সম্পাদক সোহাগ আহমদ, ফিল্ড কমিটির চেয়ারম্যান এনামুল করিম, ষ্টেজ কমিটির চেয়ারম্যান শিপন আলম, রিসিপশন কমিটিরি চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরীফ, অর্থ কমিটিরি চেয়ারম্যান, আফজলুর রহমান, স্বাস্থ্য কমিটিরি চেয়ারম্যান ডাক্তার মামুনুর রহমান, সেচ্ছাসেবক মটিরি চেয়ারম্যান রেজাউল করিম মাসুদ।

ময়মনসিংহ জিলা স্কুলের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টকে সামনে রেখে জিলা স্কুল ও জিলা স্কুল বোর্ডিংসহ আশপাশ এলাকাকে বর্ণিল সাজে সাজানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024
Support : ESAITBD Software Lab Dhaka