সরস্বতী পূজায় ব্যস্ত সময় কাটাচ্ছে প্রতিমা শিল্পীরা
রিপোর্টারের নাম :
-
আপডেট সময়:
মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
সময় 11 months আগে
-
৯৩
টাইম ভিউ
সনাতন ধর্মালম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজোর দিন ঘনিয়ে আসার সাথে সাথেই ব্যস্ত সময় কাটাচ্ছে প্রতিমা শিল্পীরা।একই সাথে পূজোর আলোকসজ্জা ও প্যান্ডেল তৈরিতেও কোথাও কোথাও পূজোর ব্যস্তা শুরু হতে দেখা যায়।
সোমবার (৬ ফেব্রুয়ারী) দিনব্যাপী মতলবের বিভিন্ন স্থান ঘুরলে এ প্রস্তুতি দেখা যায়। আগামী ১৪ ফেব্রুয়ারী শাস্ত্রীয় মতে সরস্বতী পূজোর আনুষ্ঠানিকতা অঞ্জলি প্রদান ও ধর্মীয় আরাধনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।
মতলবের শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরে প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত মনোরঞ্জন পাল বলেন, এবার অন্যান্য বছরের চেয়ে প্রতিমা তৈরির কাজ বেশি পেয়েছি।
দ্রুত কাজগুলো সমাপ্ত করতে পারাটাই বড় চ্যালেঞ্জ। আমিসহ আরও একটি স্থান মিলিয়ে প্রায় ৩ শতাধিক প্রতিমা এবার তৈরি করবো। বড় প্রতিমা বাদে ছোটগুলো দেড় হাজার থেকে সর্বোচ্চ ১০/১৫ হাজার টাকা পর্যন্ত দাম ধরা হবে।
এ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন সাহা বলেন, বিভিন্ন স্কুল কলেজ ও পাড়া মহল্লার ক্লাবের উদ্যোগে এবং বাসা-বাড়িতে স্বরসতী পূজা অনুষ্ঠিত হবে।
আমরা আশা করছি কোনো ধরণের বাধা বিপত্তি ছাড়াই শান্তিপূর্ণভাবে ঢাক ঢোলের তালে উৎসবমুখর পরিবেশেই পূজা সম্পন্ন হবে।
এ বিষয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা বলেন, সরস্বতী পূজোকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হবে।এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ট্রহল পুলিশ মোতায়েন থাকবে।
আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন
এই বিভাগের আরো খবর