প্রতিদিন ডেস্ক:
ঘন কুয়াশায় প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) সকাল ৯ টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়ার সহকারী ঘাট ব্যবস্থাপক নুর আহম্মদ ভূঁইয়া জানান।
কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল ৮ থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। তবে যানবাহনের তেমন সিরিয়াল নেই। বর্তমানে এ রুটে ছোট বড় ১৭টি ফেরি চলাচল করছে।
দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। এ সময় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে ৪টি ফেরি।