Logo
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে এক যুগপর ইসলামী ছাত্রশিবিবের বিক্ষোভ মিছিল ময়মনসিংহে সাংবাদিকদের সাথে আশা’র মতবিনিময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি গঠন নিয়ে সভা শেষে মারামারি, থানায় অভিযোগ ময়মনসিংহে ট্রাফিক ব্যবস্থাপনায় ৬০ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত ময়মনসিংহে গারো সম্প্রদায়ের ‘খ্রীষ্টরাজ ওয়ানগালা রাজোৎসব’ উদযাপিত গোটা কুরআন আমাদের কর্মসূচি এটা আমাদের ভুলে গেলে চলবে না- অধ্যাপক মুজিবুর রহমান ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড ময়মনসিংহে ডিবির অভিযানের পর বাসার সামনে থেকে অচেতন অবস্থায় উদ্ধার,পরে মৃত্যু দুই দিন ধরে বাড়িতে ঝুলছিল ইউপি চেয়ারম্যানের লা ময়মনসিংহে প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

৭ জানুয়ারি কী নির্বাচন হয়ে যাবে!

রিপোর্টারের নাম :
  • আপডেট সময়: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • সময় 12 months আগে
  • ৮৫ টাইম ভিউ

ইমতিয়াজ মাহমুদ:
অনেক আগে রাশিয়া বিষয়ক একটা কৌতুক শুনেছিলাম। কৌতুকটার পুরো অংশ মনে নেই, শুধু দুইটা অংশ মনে আছে। রাশিয়ায় ভ্রমণের জন্য উদ্বুদ্ধ করতে গিয়ে বলা হচ্ছে, রাশিয়ার খাবারের স্বাদ ও বৈচিত্র্য অপূর্ব, রেস্টুরেন্টের মেন্যুতে আপনি পাবেন বাঁধাকপির স্যান্ডউইচ, বাঁধাকপি ভাজি, বাঁধাকপি সেদ্ধ, বাঁধাকপির সালাদ ইত্যাদি। খাবারের আইটেম যাই হোক, সবই বাঁধাকপি।

বাঁধাকপি সবজিটা খারাপ না, কিন্তু তাই বলে শুধু বাঁধাকপির মধ্যেই আপনাকে খাবার পছন্দ করতে হবে। খাবারের আইটেম আছে নানারকম, কিন্তু সবই বাঁধাকপি। রাশিয়া প্রসঙ্গে এটা নিতান্ত কৌতুক মাত্র, সোভিয়েত আমলে এইরকম কৌতুক তৈরি হতো আমেরিকা ও ইংল্যান্ডের নানা কেন্দ্রে আর সেইগুলো ছড়িয়ে দেওয়া হতো সারা দুনিয়ায়।

ওদের উদ্দেশ্য ছিল সমাজতন্ত্র যেভাবে জনপ্রিয় হচ্ছিল সারা দুনিয়ায় তা বন্ধ করা। এইসব ঠাট্টা আমরা বুঝতে পারি। কিন্তু আপনার সাথে যদি কেউ এই কৌতুক করে, এমনি মুখে মুখে ঠাট্টা নয়, বাস্তবে সিরিয়াস বিষয় নিয়ে তখন আপনার কেমন লাগবে?

এইরকম একটা ঠাট্টা কি আমাদের সাথে চলছে না? জানুয়ারির সাত তারিখে একটা সাধারণ নির্বাচন হবে। ৩০০টি আসনে সংসদ সদস্য নির্বাচনের উদ্দেশ্যে প্রার্থীদের নাম, তালিকা চূড়ান্ত হয়েছে। নির্বাচনের প্রচার চলছে, প্রার্থীরা নানা কায়দায় ভোট চাইছে, ভোটারদের ঘরে ঘরে যাচ্ছে। কিন্তু প্রার্থী কারা?

আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী, আওয়ামী লীগ সমর্থিত ১৪ দলের নৌকা মার্কার প্রার্থী, আওয়ামী লীগের অনুগত ১৪ দলের নানা মার্কার প্রার্থী, আওয়ামী লীগের পছন্দকৃত জাতীয় পার্টির প্রার্থী, আওয়ামী লীগের পছন্দকৃত নয় তবে আওয়ামী লীগের অনুগত জাতীয় পার্টির প্রার্থী, আওয়ামী লীগের অনুমোদিত স্বতন্ত্র প্রার্থী এবং আওয়ামী লীগের নিয়ন্ত্রিত অনেকগুলো ছোট ছোট রাজনৈতিক দলের প্রার্থী।

প্রার্থীদের যে মেন্যু, তা মোটামুটি বাঁধাকপিরই মেন্যু, তবে আপনার সামনে অনেক বিকল্প রাখা হয়েছে। একে কী রকম নির্বাচন বলবেন আপনারাই ভালো জানেন, তবে পুরো ব্যাপারটা যে উত্তমরূপে একটি নকশায় আবদ্ধ করার চেষ্টা করা হয়েছে তা নিশ্চিত।

৭ তারিখ ঘটনা ঘটে যাবে। সন্ধ্যার সময় দেশের জনগণ টেলিভিশন খুলে নির্বাচনের ফলাফল দেখা শুরু করবে, যার যার পরিচিত যে প্রার্থী আছে ওদের মধ্যে কে জিতল আর কে হারল সেই খবর জানতে চাইবে। না, কেউই নিরাশ হবে বলে মনে হয় না। নির্বাচনে যারা অংশ নিচ্ছেন—ভোটার হিসাবে বা প্রার্থী হিসাবে—ওদের প্রায় সকলেই এর মধ্যেই জানেন কোন আসনে কোন প্রার্থী জিতবে আর কারা হারবে।

প্রায় বলছি তার কারণ আছে। যে নকশা বা চিত্রনাট্যের কথা আমরা বলছি, সেইটা পুরোটা কাজ করবে না। কয়েকটা আসনে দেখা যেতে পারে যে যাদের জয় নিশ্চিত বলে ভেবেছিলেন আপনারা, ওদের দুই-একজন সম্ভবত হেরে যাবেন এমন সব প্রার্থীদের কাছে যাদের পরাজয় নানাভাবেই নিশ্চিত করার চেষ্টা হয়েছে।

কোথায় হবে এই রকম অবস্থা? যেসব আসনে আওয়ামী লীগ জাতীয় পার্টির অনুকূলে নিজদের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে সেইসব আসনে এবং আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থী রয়েছে এমন কয়েকটা আসনে। এবং যত বেশি মানুষ ভোটকেন্দ্রে যাবেন ততই চিত্রনাট্য এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

মানুষ কি দল বেঁধে সাত তারিখে ভোটকেন্দ্রে যাবে? হয়তো যাবে। বর্তমানে মাঠে যত প্রার্থী আছেন, মেন্যুতে আপনি ওদের যত আলাদা নামেই চিহ্নিত করুন না কেন, ভোটারদের কাছে এরা সবাই একই জিনিস—সব বাঁধাকপি। সুতরাং মানুষ এর মধ্যে পছন্দ করার মতো খুব বেশি বিকল্প দেখবে না সেইটাই স্বাভাবিক।

৭ তারিখে বৈধ নির্বাচন হয়ে যাবে। বর্জন বা প্রতিরোধ করার মতো রাজনৈতিক পরিস্থিতিও নেই। চিন্তা হচ্ছে সাত জানুয়ারির পর কী হবে?
কিছু আসনে বা কেন্দ্রে ভিন্নরকম পরিস্থিতি হবে, কিন্তু এইরকম অল্প কয়েকটা আসন ছাড়া সর্বত্র মানুষ দল বেঁধে ভোটকেন্দ্রে যাওয়ার কোনো কারণ দেখছি না। আপনি নিজেই অনুমান করতে পারেন, জাতীয় পার্টিকে ভোট দেওয়ার জন্যে দেশের কোন এলাকায় কয়জন ভোটার কেন্দ্রে যাবে?

আওয়ামী লীগের দয়া না পেলে স্বাভাবিক কোনো নির্বাচনে এই দলটির একটি মাত্র আসনে জেতার সম্ভাবনা আছে—রংপুর-৩। এছাড়া দেশের আর কোনো আসনে ওদের প্রার্থীদের জেতার কোনো চান্স নেই। ওদের ভোট দিতে কে যাবে কেন্দ্রে? কিছু লোক নিশ্চয়ই যাবে, সংখ্যাটা উল্লেখযোগ্য কিছু হওয়ার কথা না। আওয়ামী লীগের ভোটাররা যাবে কেন্দ্রে, কিন্তু ওদের মধ্যেই সবাই যাবে না। যেখানে বিজয় নিশ্চিত সেখানে কষ্ট করে কেউ ভোট দিতে যায়? সবাই যায় না।

এই জন্য সব প্রার্থীরা চেষ্টা করছেন ভোটারদের অনুরোধ-উপরোধ করে ধরে টরে যাতে ভোটকেন্দ্রে নিয়ে আসা যায়। ভোটকেন্দ্রে কম মানুষ গেলেও নির্বাচন নিয়ে আইনগত বৈধতার প্রশ্ন তুলতে পারবেন না আপনি। ভোট দেওয়া যেমন মানুষের অধিকার, ভোট না দেওয়াও মানুষের অধিকার। আর আমাদের দেশের আইনে কোথাও তো বলা নেই যে নিদিষ্ট সংখ্যক মানুষ ভোট কেন্দ্রে না গেলে সেই নির্বাচন বৈধ হবে না। আর নির্বাচনে আসতে তো কারও জন্য কোনো বাধা ছিল না।

বিএনপি ইলেকশন করলেই তো দৃশ্যপট পাল্টে যেত। বিএনপি এবং ওর জোটের দলগুলো সবাই মিলে নির্বাচনে কত ভোট পেতে পারে বা কয়টা আসন পেতে পারতো তা নিয়ে আমি খুব ইতিবাচক কিছু বলতে পারছি না। তথাপি, বিএনপি এবং ওর মিত্ররা নির্বাচনে এলেই আওয়ামী লীগ সমর্থকরা সবাই খুব সিরিয়াসলি কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোট দেবে এবং সেই সাথে বিএনপি এবং ওর মিত্ররা তো আছেই। সব মিলিয়ে মোটামুটি জমজমাট নির্বাচন হয়ে যেত। এখন যেহেতু বিএনপি ও মিত্ররা নির্বাচনে নেই, বিএনপির সমর্থকরা তো যাবেই না, আওয়ামী লীগের ভোটাররাও সবাই যাবে না।

তাহলে এটা কী হবে? বৈধ বটে তবে নৈতিকভাবে তামাশা ধরনের একটা নির্বাচন হয়ে যাবে। ঐ যে রাশিয়ান খাবারের মেন্যুর মতো আমাদের সামনে বেশ কয়েকজন বিকল্প প্রার্থীও দেওয়া হবে যাতে আমরা পছন্দ করতে পারি। এটা নিয়ে আপনি নিন্দা করতে পারেন, হাসতে পারেন, নির্বাচন হিসেবে এটা সম্পূর্ণ বৈধই থাকবে।

৭ তারিখ বৈধ নির্বাচন হয়ে যাবে। বর্জন বা প্রতিরোধ করার মতো রাজনৈতিক পরিস্থিতিও নেই। চিন্তা হচ্ছে সাত জানুয়ারির পর কী হবে?

ইমতিয়াজ মাহমুদ
আইনজীবী,সুপ্রিম কোর্ট

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024
Support : ESAITBD Software Lab Dhaka