হাসিনার বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিল
রিপোর্টারের নাম :
-
আপডেট সময়:
বুধবার, ২১ আগস্ট, ২০২৪
সময় 4 months আগে
-
৮৯
টাইম ভিউ
ময়মনসিংহে বিগত ১৫ বছরে গুম-খুন, ২৮ অক্টোবর লগিবৈঠার তান্ডব,শাপলা চত্বরে গণহত্যা ও ছাত্রজনতার গণঅভ্যূত্থানে অসংখ্য শিশু, ছাত্র-জনতা হত্যার প্রতিবাদে এবং খুনী হাসিনা ও তাঁর দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল।
বুধবার (২১ আগস্ট) দুপুরে নগরীর টাউন হল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে কয়েক হাজার যুবদল নেতাকর্মীর বিশাল বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে শেষ হয়।
মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু।
এসময় রোকনুজ্জামান বলেন, ১৫ বছরে গণতন্ত্র পুনরোদ্ধার আন্দোলনে যে সকল গণহত্যা, গুম-খুন হয়েছে এসবের মূল যড়যন্ত্রকারী স্বৈরাচারের জননী শেখ হাসিনা। অবিলম্বে শেখ হাসিনাসহ তাদের মদদদাতাদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি দাবি করেন।
যে পর্যন্ত এই বিচারের রায় কার্যকর না হবে এবং ময়মনসিংহে সাগর হত্যাসহ অন্যান্য আসামীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আন্দোলন চলবে। স্বৈরাচারি শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবার পরও এখনো এদেশে নানাবিদ চক্রান্ত চলাচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-যুব সমাজ ঐক্যবদ্ধভাবে দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। গণতন্ত্র পুণরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন
এই বিভাগের আরো খবর