প্রতিদিন ডেস্ক:
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাশুড়ি ও সাবেক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মা আমালিজা নাভস মারা গেছেন।
বুধবার (১০ জানুয়ারি) মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৮ বছর। এনডিটিভির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে মেলানিয়া নিজেই তার মায়ের মৃত্যুর খবর জানিয়েছেন।
তবে মৃত্যুর কারণ সম্পর্কে পোস্টে কিছু উল্লেখ করেননি তিনি। ৫৩ বছর বয়সী মেলানিয়া ট্রাম্প ‘এক্স’ পোস্টে লিখেছেন, ‘গভীর দুঃখের সাথে আমি আমার প্রিয় মা আমালিজার মৃত্যুর খবর জানাচ্ছি।’
মেলানিয়া আরও লিখেছেন, ‘আমালিজা নাভস একজন শক্তিশালী নারী ছিলেন যিনি সর্বদা করুণা, উষ্ণতা ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করেছেন।
তিনি সম্পূর্ণরূপে তার স্বামী, কন্যা, নাতি ও মেয়ের স্বামীর প্রতি নিবেদিত ছিলেন। আমরা তাকে অনেক বেশি মিস করব। তার সম্মান ও ভালোবাসা অব্যাহত রাখব।’’
ডোনাল্ড ট্রাম্প চলতি মাসে ফ্লোরিডায় একটি অনুষ্ঠানে বলেছিলেন যে, তার স্লোভেনীয় বংশোদ্ভূত শাশুড়ি ‘খুব অসুস্থ’।
ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ’-এ একটি পোস্ট করে শাশুড়ির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি একজন অসাধারণ নারী ছিলেন। তাকে অনেক বেশি মিস করবো।
পোস্টে ট্রাম্প লিখেছেন,পুরো ট্রাম্প পরিবারের জন্য এটি একটি অত্যন্ত দুঃখের রাত। মেলানিয়ার মহান ও সুন্দর মা আমালিজা, সবেমাত্র আকাশের একটি সুন্দর জায়গায় চলে গেছেন।