Logo
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন
Title :
ময়মনসিংহে এক যুগপর ইসলামী ছাত্রশিবিবের বিক্ষোভ মিছিল ময়মনসিংহে সাংবাদিকদের সাথে আশা’র মতবিনিময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি গঠন নিয়ে সভা শেষে মারামারি, থানায় অভিযোগ ময়মনসিংহে ট্রাফিক ব্যবস্থাপনায় ৬০ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত ময়মনসিংহে গারো সম্প্রদায়ের ‘খ্রীষ্টরাজ ওয়ানগালা রাজোৎসব’ উদযাপিত গোটা কুরআন আমাদের কর্মসূচি এটা আমাদের ভুলে গেলে চলবে না- অধ্যাপক মুজিবুর রহমান ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড ময়মনসিংহে ডিবির অভিযানের পর বাসার সামনে থেকে অচেতন অবস্থায় উদ্ধার,পরে মৃত্যু দুই দিন ধরে বাড়িতে ঝুলছিল ইউপি চেয়ারম্যানের লা ময়মনসিংহে প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

সাইকেলকে মোটরসাইকেল রূপান্তর

রিপোর্টারের নাম :
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • সময় 8 months আগে
  • ৯৬ টাইম ভিউ

দূর থেকে দেখলে যে কেউ ভেবে নিতে পারে বিশ্বের অন্যতম সেরা রেসিং বাইক ডুকাটি। তবে ডুকাটির আদল দিতে চাইলেও আসলে এটি একটি বাইসাইকেল।

আর এই বাইসাইকেলটিকে এমন রূপ ফিয়ে চারদিকে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছেন সোহেল রানা নামের এই যুবক। স্বপ্নবাজ এই যুবকের বাস ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পিঠাসূতা গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে, চার ভাই এক বোনের মধ্যে সে তৃতীয়।

অনার্স শেষ করেছে ভ’গোল নিয়ে,তিনি এখন টিউশনি করার পাশাপাশি বড় ভাইদের ফিসারী ও ব্যাবসায় সহযোগিতা করেন। সোহেল রানা জানান, প্রায় দেড় মাস পরিশ্রম করার পর তার নিজ বাইসাইকেলটিকে মোটরবাইকের আদলে রূপ দেয়া সম্ভব হয়েছে।

এই সময়ে প্রতিদিন কাজের ফাঁকে সময় বাঁচিয়ে মোটরসাইকেল তৈরিতে সময় দেন তিনি। আর এখন এই মোটরবাইক দিয়েই বাড়ি থেকে বিভিন্ন কাজকর্মে যাচ্ছেন রানা, বাজার করেন ঘুরতেও বের হন। মাত্র ১০ টাকার বিদ্যুৎ খরচে ৭০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন।

রানার স্বপ্ন ছিল মোটরবাইক কেনার। কিন্তু অনটনের সংসারে সে স্বপ্ন বাস্তব করা দু:সাধ্য। তবে ইচ্ছে থাকলে দুধের স্বাদ ঘোলেও যে মেটানো যায় তারই যেন উদাহারণ রানার ডুকাটি।

আর এ কাজে রানের পাশে থেকে সহযোগিতা করেন এক প্রতিবেশি। সাইকেল থেকে মোটরসাইকেলের অবয়ব তৈরি করতে প্রথমেই লাগানো হয়েছে ইলেকট্রিক বাইকের ব্যাটারি। পরে বিভিন্ন তার ও রড দিয়ে ডুকাটি বাইকের বডি তৈরা করা হয়। বিভিন্ন উপকরণে তৈরি এই মোটরসাইকেলটি দেখে মুগ্ধ এলাকাবাসী।

তার এমন সৃষ্টিকর্মে খুশি সবাই। মোটরসাইকেলের গঠনের মত এই বাইকটি তৈরি করতে রানার খরচ হয়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। রানা জানান, আর্থিকভাবে যদি কোন সাহায্য আসে তাহলে বড় করে আরো আধুনিক ও দীর্ঘস্থায়ী প্রযুক্তি ব্যবহার করা সম্ভব।

উদ্যমী এই তরুণের সৃষ্টিকর্মে আরও আছে তারের তৈরি রোবট, নৌকাসহ নানান কিছু।

উল্লসিত মানুষ খুব কাছ থেকে দেখার জন্য সাইকেলকে মোটরসাইকেল রূপান্তর করায় এলাকায় শত শত মানুষ ভিড় করছেন অনেকে সপরিবারে নিয়ে আসছেন। মোটরসাইকেল সঙ্গে ছবি ও সেলফী তুলেছেন সংরক্ষণ করে রাখার জন্য।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024
Support : ESAITBD Software Lab Dhaka