প্রতিদিন ডেস্ক:
ইসরায়েলের হামলায় লেবাননে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার নিহত। সোমবার দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক বাহিনীর বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় ইরান-সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অভিজাত শাখা রাদওয়ান ফোর্সের জ্যেষ্ঠ এক কমান্ডার নিহত হয়েছেন।
দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ওই কমান্ডার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কার্যক্রম পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
দেশের দক্ষিণাঞ্চলে তার গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে তিনি নিহত হয়েছেন।
লেবাননের নিরাপত্তা সূত্রগুলো ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর অভিজাত শাখা রাদওয়ান ফোর্সের একটি ইউনিটের উপপ্রধানের পরিচয় নিশ্চিত করেছে।
তারা বলেছেন, ইসরায়েলের বিমান হামলায় রাদওয়ান ফোর্সের নিহত উপপ্রধানের নাম উইসাম আল-তাবিল।