যুবলীগ নেতা চাঁদা না পেয়ে মাদ্রাসার নিরাপত্তা কর্মীকে পিটিয়ে আহত
রিপোর্টারের নাম :
-
আপডেট সময়:
সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
সময় 11 months আগে
-
৮৩
টাইম ভিউ
জামালপুরে সরিষাবাড়ীতে চাঁদা না পেয়ে মাদ্রাসার নিরাপত্তা কর্মীকে পিটিয়ে আহত করেছে যুবলীগ নেতা উজ্জল। এ ঘটনা উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী মৌলভীবাজার এলাকায় ঘটেছে।
সোমবার(২২ জানুয়ারি) সকালে উপজেলা আওনা ইউনিয়নের পঞ্চাশী রেজাউল হক কাবেরিয়া দাখিল মাদ্রাসার নিরাপত্তা কর্মী মোঃ আলম মিয়াকে চাঁদার দাবিতে মাদ্রাসার ভিতরেই উজ্জ্বল ও রনির নেতৃত্বে একদল সন্ত্রাসী মারধর করে।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি পাঠিয়ে দেয় স্থানীয়রা।
নেতাদের ভয়ে সে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না হয়ে পার্শ্ববর্তী ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।
আহত আলম মিয়া জানায়, আমি মাদ্রাসায় চাকরি নেওয়ার পর থেকেই যুবলীগের উজ্জ্বল ও রনি আমার কাছে বেশ কিছুদিন যাবত ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। আমি টাকা দিতে না পারায় তারা আমাকে মারার হুমকি দিয়ে আসছিল।
আজ সকালে মাদ্রাসার এসেম্বলি চলাকালীন সময় উজ্জ্বল আমাকে মাদ্রাসার বাহিরে যেতে বলে। আমি বাহিরে যেতে না চাইলে উজ্জ্বল, রনি, মারুফ, রুবেল, ছানু সহ আরও অনেকেই আমার উপর সন্ত্রাসী হামলা করে।
তারা আমাকে মাথা প্রচুর আঘাত করে প্রচুর রক্তাক্ত জখম করে। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।
এ ব্যাপারে আহত আলম মিয়ার পিতা দুলাল মিয়া বলেন,আমি ডা. মুরাদ হাসানের বাবা এডভোকেট মতিউর রহমানের হাত ধরে আওয়ামী লীগের রাজনীতিতে এসেছি।
জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মুরাদ হাসানের নির্বাচন করায় বিজয়ী প্রার্থীর সমর্থকরা আমার ছেলের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করছে।
চাঁদার টাকা দিতে না পারায় আজ তারা আমার ছেলেকে মারধর করে আহত করেছে। আমি স্থানীয় সংসদ সদস্য, পুলিশ প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রী কাছে এর বিচার চাই।
এ বিষয়ে পঞ্চাশী রেজাউল হক কাবেরিয়া দাখিল মাদ্রাসার সুপার এম এ মান্নান জানান, মারামারি সময় তিনি মাদ্রাসায় ছিলেন না। পরে তিনি মাদ্রাসায় গিয়ে শিক্ষকদের কাছ থেকে বিষয়টি জানতে পারেন তার বিদ্যালয়ের নিরাপত্তা কর্মীকে কিছু সন্ত্রাসীরা চাঁদার দাবিতে মারধর করেছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন
এই বিভাগের আরো খবর