মৎস্য গবেষণা ইন্সটিটিউটের প্রথম নারী মহাপরিচালক হলেন ড. মোহসেনা বেগম তনু
রিপোর্টারের নাম :
-
আপডেট সময়:
সোমবার, ২৪ জুন, ২০২৪
সময় 6 months আগে
-
৯৪
টাইম ভিউ
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) প্রথম নারী মহাপরিচালক নিযুক্ত হলেন বিএফআরআই’র ড. মোহসেনা বেগম তনু। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-৫ অধিশাখার যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
মঙ্গলবার (২৫ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলতি দায়িত্ব হিসেবে মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন তিনি। এরআগে তিনি ইনস্টিটিউটের গবেষণা ও পরিকল্পনা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিএফআরআই’র জনসংযোগ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস জানান, ড. মোহসেনা বেগম তনু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাৎস্য বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
মেধাবী এই বিজ্ঞানী ড. মোহসেনা বেগম তনু ২০০৪ সালে জাপানের নাগাসাকি ইউনিভার্সিটি থেকে মাৎস্য বিজ্ঞানে পিএইচডি ও পোস্ট ডক্টোরেট করেন এবং ২০০১ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি (ফিশারিজ) ১ম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন।
১৯৯২ সালে তিনি মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চাঁদপুরের নদী কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি দেশে মুক্তা গবেষণার পথিকৃৎ এবং তাঁর উদ্ভাবিত মুক্তা চাষ প্রযুক্তি এখন দেশজুড়ে বাণিজ্যিক চাষাবাদে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন।
একজন মেধাবী সফল বিজ্ঞানী হিসেবে তিনি দেশে মুক্তা গবেষণার পথিকৃৎ হয়ে গেছেন। তার উদ্ভাবিত মুক্তা চাষ প্রযুক্তিই দেশে এখন ব্যবহৃত হচ্ছে।
আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন
এই বিভাগের আরো খবর