মৃত মায়ের পাশে পাওয়া সেই শিশুটির পরিচয় মিলেছে
রিপোর্টারের নাম :
-
আপডেট সময়:
রবিবার, ৯ জুন, ২০২৪
সময় 7 months আগে
-
৮৬
টাইম ভিউ
নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের কাছিয়াকান্দা গ্রামে মৃত মায়ের পাশে থেকে উদ্ধার হওয়া শিশুটি এখনও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, আগের থেকে সুস্থ শিশুটি। তবে চোখ মেলে তাকালেও চুপচাপ থাকে সে, নেই প্রাণচাঞ্চল্য। এদিকে ৯ দিন পর মিলেছে তার পরিচয়। শিশুটির নাম আলিফ।
ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া এলাকার বাসিন্দা আবুল মনসুর ছেলে আলিফ। তার নিহত মায়ের নাম আনোয়ারা বেগম। আনোয়ারা বেগম আবুল মনসুরের দ্বিতীয় স্ত্রী। চার বছর আগে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আনোয়ারাকে বিয়ে করেন।
শনিবার (৮ জুন) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স জাকিয়া সুলতানা তথ্য নিশ্চিত করে বলেন, আলিফের খবর পেয়ে হাসপাতালে এসেছিলেন তার স্বজনরা। এসময় শিশু আলিফের সৎ বোন হাসি আক্তারের কোলে পরম মমতায় দীর্ঘ সময় কাটায়।
আলিফের বোন হাসি আক্তার ও স্বজনরা জানান,গত ২৮ মে আনোয়ারা তার সন্তান আলিফকে সঙ্গে নিয়ে মুক্তাগাছা বাবার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। বাবার বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও আনোয়ারা বেগমের কোনো সন্ধান পাওয়া যায়নি।পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ধান পায়।আলিফের বাবা আবুল মনসুর (৫০)।
পেশায় একজন মৌসুমি ফল ব্যবসায়ী। তার প্রথম স্ত্রী মারা যাওয়ায় তিনি আলিফের মা আনোয়ারাকে দ্বিতীয় বিয়ে করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, গণমাধ্যম ও ফেসবুকে শিশুটির ছবি ছড়িয়ে পড়ার পর তার পরিচয় জানা গেছে। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তারিকুজ্জামান বাদী হয়ে একটি মামলা করেছেন।
তবে, এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
ওই নারীর পরিচয় নিশ্চিত ও হত্যার রহস্য উদ্ঘাটনে নেত্রকোনা জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদের নির্দেশে জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিককে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি করা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস বলেন, ‘শিশুটি এখনও আগের চেয়ে অনেক ভালো আছে। পুরোপুরি চেতন না ফিরলেও চোখ মেলে তাকায় ও খাবার খায়। শিশুটি সুস্থ হওয়ার অপেক্ষায় আছি আমরা। এরপর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
গত (২৯ মে) নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের কাছিয়াকান্দা গ্রামে মায়ের মরদেহের পাশে এক শিশু ও অজ্ঞাত নারীকে কাঁচারাস্তার ওপর পড়ে থাকতে দেখেন,
এ সময় শিশুটিকে জীবিত দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে। এ সময় শিশুটিকে জীবিত পেয়ে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন
এই বিভাগের আরো খবর