মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় মা মেয়ে সহ নিহত ৩
রিপোর্টারের নাম :
-
আপডেট সময়:
সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
সময় 11 months আগে
-
৮৪
টাইম ভিউ
মুক্তাগাছায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে মা মেয়ে সহ ৩ জন নিহত ও অটোচালকসহ আহত ৪ জন।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ময়নসিংহ-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার ভাবকিরমোড় চেরুমন্ডল নির্মাণাধীন ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানাযায়, বেলা ২টার দিকে মুক্তাগাছা থেকে একটি ট্রাক (টাঙ্গাইল-ট-০২-০৪৯২) নির্মাণাধীন ব্রিজের ডাইবেশন রোড দিয়ে বেপরোয়া গতিতে যাওয়ার সময় কালীবাড়ী থেকে মুক্তাগাছাগামী যাত্রীবাহী অটোর সাথে মুখোমুখি সংঘর্ষে অটোতে থাকা যাত্রী মা মেয়ে সহ ৩জন ঘটনাস্থলেই নিহত হয়।
অটোচালকসহ গুরুতর আহত ৪ জনকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নিহতরা হলেন, উপজেলার বিনোদবাড়ি মোনকোন গ্রামের মাওলানা নজরুল ইসলামের হাসিনা বেগম (৪০) ও তার ৩ বছরের কন্যাসন্তান আদিবা, অন্য গোড়শাইল গ্রামের মৃত উশ^র্নী চন্দ্র দাসের পুত্র অবঃ প্রাথমিক শিক্ষক মিনাল চন্দ্র।
মুক্তাগাছ থানা অফিসার ইনচার্জ মোঃ ফারুক আহমদ জানান, মুক্তাগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটো জব্দ করে।
আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন
এই বিভাগের আরো খবর