ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রতিশ্রুতি বাস্তবায়নে সচেষ্ট হওয়ার নির্দেশ মেয়র টিটু
রিপোর্টারের নাম :
-
আপডেট সময়:
রবিবার, ৩০ জুন, ২০২৪
সময় 6 months আগে
-
১০৩
টাইম ভিউ
ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটু। নির্বাচিত হওয়ার প্রায় ৪ মাস পর মেয়রের চেয়ারে বসলেন ইকরামুল হক টিটু। গত ২০ জুন নবনির্বাচিত পরিষদ দায়িত্ব গ্রহণ করেন।
রবিবার ( ৩০ জুন) সকাল ১১ টায় শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নব নির্বাচিত পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ফুল দিয়ে নতুন মেয়রকে বরণ করে নেন কর্মকর্তা-কর্মচারীরা। পরে বেলা সাড়ে ১২টায় নবনির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে কথা বলেন মেয়র ইকরামুল হক টিটু।
মেয়র ছাড়াও সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের ৩৩ জন সাধারণ কাউন্সিলর এবং ১১ জন সংরক্ষিত নারী কাউন্সিলরকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে কার্যালয়ের নিজ আসনে বসেন নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটু।
নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটু বলেন, আমরা জনগণকে অনেক প্রতিশ্রুতি দিয়েছি, আমাদের কাছে জনগণের প্রত্যাশাও অনেক। সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নে সচেষ্ট হতে হবে। বর্তমান আর্থসামাজিক অবস্থায় রাতারাতিই সবকিছু বদলে দেওয়া সম্ভব না, তবে সামর্থের সবটুকু দিয়ে চেষ্টা করা জরুরী এবং সকল সময়ে আমাদের আচরণ যেন হয় জনকল্যাণমুখী।
তিনি তার বক্তব্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন উপহার দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে এবং তাকে পুনরায় মেয়র পদে নির্বাচিত করার জন্য নাগরিকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, আমার চেয়ারে বসে সততা ও নিষ্ঠার সঙ্গে ময়মনসিংহের মানুষের জন্য কাজ করব। নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী সে গুলো আমি অক্ষরে অক্ষরে পালন করব। পরিকল্পিত উদ্যোগে দীর্ঘদিনের এ সমস্যার সমাধান করতে চাই। পাশাপাশি দুর্নীতিমুক্ত আধুনিক শহর গড়তে সবার সহযোগিতা কামনা করি।
তিনি আরও বলেন, কাজ করতে গিয়ে ছোট-খাটো ভুল হতেই পারে,তা আপনারা ধরিয়ে দেবেন। এটাই হবে আপনাদের নৈতিক দায়িত্ব। নির্বাচনের আগে যা কথা দিয়েছি তা রাখতে চেষ্টা করব। আমি মেয়র বা নগরপিতা হতে আসিনি। জনগণের সেবক হতে চাই। সেবা করতে এসেছি এবং তাই করব। আমার নেতাকর্মীদের সঙ্গে বসব। আমি কাউন্সিলরদের সঙ্গে বসব।
এছাড়াও জনগণের সঙ্গে বসব। সাংবাদিক দেরেকে নিয়ে বসব। কোথায় কোন সমস্যা রয়েছে সবার পরামর্শে তা সমাধানের চেষ্টা করব।এছাড়া তিনি যানজট, জলাবদ্ধতা, পরিস্কার পরিচ্ছন্নতা, নাগরিক সেবা বৃদ্ধি, নাগরিক অভিযোগ প্রতিকার, ফুটপাত দখলমুক্তকরণ সহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
ময়মনসিংহ একটি পুরতন এবং ঘনবসতিপূর্ণ শহর। এবিষয়গুলো বিবেচনায় রেখেই আমাদের সমস্যা সমাধানে সচেষ্ট হতে হবে। রাস্তার পাশে অবৈধ বাজার, ভ্রাম্যমান বাজার বন্ধ করা, নির্ধারিত জায়গা ছেড়ে বাড়ি করা নিশ্চিত করতে হবে।
এছাড়া সড়ক প্রশস্তকরনের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। মেয়র বর্জ্য ব্যবস্থাপনাকে টেকসই করতে জনসচেতনতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন। তিনি প্রতিটি ওয়ার্ডে প্রতি মাসে সচেতনতামূলক ক্যাম্পেইন করার জন্য প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।
এছাড়াও মেয়র বলেন, মশক নিধন, খালকে দখলমুক্ত ও পরিস্কার রাখতেও নাগরিকবৃন্দের সহযোগিতা প্রয়োজন। সভা শেষ ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ফারুক হাসান এবং বিলুপ্ত পৌরসভার কাউন্সিলর লিয়াকত আলী এবং লাল মিয়া লাল্টুর মৃত্যুতে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের সিনিয়র প্রধান নির্বাহী ইউছুফ আলী,প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা,সচিব আরিফুর রহমান,প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ,প্রধান রাজস্ব কর্মকর্তা সেজ্যোতি ধর,আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম,জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব,খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গত ৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশরে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে ইকরামুল হক টিটু ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট পেয়ে বিশাল বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতি প্রতীক নিয়ে সাদেকুল হক খান মিল্কী টজু পেয়েছিলেন ৩৫ হাজার ৭৬৩ ভোট।
এরপর গত ৪ এপ্রিল প্রধানমন্ত্রীর কাছে শপথ নিয়েছেন কুমিল্লা ও ময়মনসিংহের নবনির্বাচিত দুই মেয়র এবং পাঁচ জেলা পরিষদের চেয়ারম্যান। একই দিন শপথ নেন দুই সিটি করপোরেশনের কাউন্সিলররা।
আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন
এই বিভাগের আরো খবর