ময়মনসিংহে ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠান ‘আশা’ বিভিন্ন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল হক মাসুম। আশার ডিভিশনাল ম্যানেজার মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আশা’র সহকারী পরিচালক এম আনসারুল্লাহ করিম, ডিস্ট্রিক্ট ম্যানেজার সৈয়দ জাহিদুল ইসলাম খান,
প্রেসক্লাব সহ সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক অমিত রায়, সাংবাদিক ইউনিয়ন সভাপতি এম আইয়ুব আলী। আশা’র বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন প্রতিষ্ঠানের অতিরিক্ত ডিভিশনাল ম্যানেজার সমীরণ চন্দ্র রায়।
আশা চলতি বছরে ময়মনসিংহে ঝরে পড়া রোধকল্পে ২৭টি ব্রাঞ্চের অধীনে ৪০৫টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ১২ হাজার ১৫০ জন শিক্ষার্থীদের দুই ঘন্টা পাঠদান করানো হয়।
স্যানিটেশন প্রকল্পে স্বল্প লাভে ৭৫ লক্ষ টাকা, কৃষি ঋণে দেশের ৮৩টি ব্রাঞ্চে দুগ্ধবতী গাভীর খামার প্রকল্পে ৩৩৬ জন সদস্যকে ৬ কোটি টাকা, পাওয়ার টিলার প্রকল্পে ৭৫০ জনকে প্রায় ৯ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। এছাড়া স্বাস্থ্যসেবায় ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে প্রতিদিন গড়ে ২০/২৫ জন রোগিকে ফিজিওথেরাপি দেয়া হচ্ছে।