অস্বাস্থ্য পরিবেশ, বাসি খাবার রাখায় ময়মনসিংহে নগরীর নতুন বাজার এলাকায় নাওয়াবিয়ানা নামের রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসিফ বিন ইকরাম এই জরিমানা আদায় করেন।
এসময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা শাহ আলম হোসাইন, র্যাব কর্মকর্তা জাহিদ হাসান, সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবালসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
অস্বাস্থকর পরিবেশ, পঁচা-বাসি খাবার ও খাবারে নিষিদ্ধ কেওরাজল ব্যবহারের কারনে এই জরিমান করা হয়েছে বলে জানান তিনি। এসময় রেষ্টুরেন্টের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হোটেল মালিককে সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।