প্রতিদিন ডেস্ক :
ময়মনসিংহে নগরীর বিভিন্ন এলাকায় নারী প্রতারক বাড়ী বাড়িতে সুযোগ বুঝে পরিবারের সদস্যদের চোখে ধুলা দিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মুল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। দেখতে ভদ্র মহিলা মনে হলেও এই নারী মূলত একজন প্রতারক।
নগরীর আকুয়া মাদ্রাসা কোয়াটার এলাকার বাসিন্দা ভুক্তভোগী নিলুফা আক্তার বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মামলার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর রাত ৯ টার দিকে মধ্য বয়সী এক নারী নিজেকে ঐ পরিবারের এক প্রবাসী সদস্যের বান্ধবীর ছোট বোন পরিচয়ে বাসায় প্রবেশ করে।
বাসায় থাকা নিলুফা আক্তার শাশুড়ী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকার সাথে আলাপচারিতায় লিপ্ত হয় এবং নিজেকে তার প্রাক্তন ছাত্রী বলে পরিচয় দেয়। আমার শাশুড়ী ও আমাকে কৌশলে ওই নারী কোন ধরণের স্প্রে ব্যবহার করে মুহুর্তের মধ্যেই তার প্রতি বিমোহিত করে তোলে এবং আমরা তার কথা মতো আমরা কাজ করি
এক পর্যায়ে ঐ বৃদ্ধার হাতে থাকা ২ ভরি ওজনের স্বর্ণের ২টি বালা খুলে তার সাথে থাকা ইমিটেশনের (নকল স্বর্ন) চারটি চুরি পড়িয়ে দিয়ে বলে এগুলো আপনার জন্য বিদেশ থেকে নিয়ে এসেছি।
পরবর্তীতে প্রতারক মহিলার কাছে থাকা বেশ কিছু ইউএস ডলার কিছুদিনের জন্য তাদের আলমিরাতে রাখতে বলে। এসময় পরিবারের গৃহিনী নিলুফা আক্তার চাবি দিয়ে আলমিরা খুলতে চাইলে প্রতারক নারী চা খাওয়ার আবদার করে।
এসময় গৃহীনি চা আনতে রান্না ঘরে গেলে এই ফাকে প্রতারক নারী আলমিরার ড্রয়ারে থাকা আড়াই ভরি ওজনের একটি নেকলেস যার মূল্য আড়াই লক্ষ টাকা, দেড় ভরি ওজনের স্বর্নের বালা যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা ও নগদ ২৪ হাজার টাকা হাতিয়ে নেয়।
এর কিছুক্ষন পর ওই নারী তার স্বামীকে আনতে যাওয়ার কথা বলে তরিঘড়ি করে বাসা থেকে বের হয়ে যায়। বাসার লোকজন আলমিরার চাবি খুঁজতে গিয়ে দেখে আলমিরা তালাবদ্ধ কিন্তু চাবি নেই।
পরে আশপাশের লোকজনকে খবর দিয়ে আলমিরার তালা ভেঙ্গে দেখে ড্রয়ারে নগদ টাকাসহ স্বর্নালংকার নেই। এরপরই পুলিশকে খবর দিলে রাতে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন বাসায় প্রতারণা করে হাতিয়ে নবিপুল অঙ্কের নগদ টাকা ও স্বর্ণালংকার। কিছুদিন আগে এই নারী ময়মনসিংহ নগরীতে তার প্রতারণা কার্যক্রম শুরু করেছে বলে জানায় গোয়েন্দা পুলিশ।
এই প্রতারককে খুঁজে বের করতে কাজ করছেন তারা। এই প্রকারক থেকে সবাইকে সতর্ক হওয়ার পাশাপাশি তার বিষয়ে পুলিশকে তথ্য দেয়ার অনুরোধ পুলিশের।