ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলায় হারুনুর রশিদ হারুনকে (৫৪) নামে এক সাবেক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার ঘটনায় রুবেল (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে এ ঘটনা ঘটে। ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, হারুনুর রশিদ পাইথল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। গয়েশপুর বাজারে ফিরোজা হোমিও হল নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন তিনি।
দুপুরে ওই প্রতিষ্ঠানে বসে ছিলেন হারুন। হঠাৎ রুবেল মিয়া সেখানে গিয়ে তাকে দোকান থেকে বের করে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেন।
উত্তেজিত জনতা ঘটনার পরে রুবেলের বাড়িতে আগুন দিয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাগলা থানা পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান,ব্যক্তিগত বিরোধের জেরে হত্যার ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত রুবেল মিয়াকে আটক করা হয়েছে। এলাকায় বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।