ময়মনসিংহে প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাত এবং হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে শারীরিক প্রতিবন্ধী যুবক রাসেল আহমেদ খান।
শনিবার(২ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা ১০ নং মঠবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আ. কদ্দুস মন্ডলের বিরুদ্ধে এ অভিযোগ করেন। এসময় মানবাধিকার কর্মী
সংবাদ সম্মেলনে তিনি জানান, চেয়ারম্যান আঃ কদ্দুস মন্ডল সোনালী ব্যাংক তার প্রতিবন্ধী ভাতার একাউন্ট থেকে প্রতারনার মাধ্যমে ৪ বছরের টাকা উত্তলন করে নিয়েছেন। এ ঘটনা প্রশাসনের নিকট অভিযোগ দিয়েও কোন সুরাহা হয়নি। বরং বিষয়টি সমাধানের জন্য আমার উপর অমানবিক চাপ সৃষ্টি করে। চেয়ারম্যানে সন্ত্রাসী দলবল নিয়ে আমার পরিবারের উপর হামলা-মামলাসহ আমাকে প্রাণনাশের হুমকি দেয়।
স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করলেও কোন প্রতিকার পাইনি। নিরাপত্তার স্বার্থে গ্রাম ছেড়ে থাকতে হয়েছে। তিনি ন্যায় বিচারের জন্য প্রশাসনসহ প্রধান উপদেষ্টার সুদৃষ্টি কামনা করেন।