ময়মনসিংহে পুনাকের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
রিপোর্টারের নাম :
-
আপডেট সময়:
শনিবার, ২২ জুন, ২০২৪
সময় 6 months আগে
-
৮৫
টাইম ভিউ
ময়মনসিংহে ৫০ জন দুস্থ, অসহায়, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অসুস্থ পুলিশ পরিবারের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
শনিবার (২২ জুন) সকালে নগরীর পুলিশ লাইন্স মাল্টিপারপাস সেডে অসহায় নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মোসাররাত জাঁহা চৌধুরী।
পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন। ময়মনসিংহ জেলা পুনাকের সভানেত্রী ড. রেবেকা শারমিন সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাকের সাধারণ সম্পাদিকা নাসিম আমিন ময়মনসিংহ রেঞ্জ পুনাকের উপদেষ্টা সুরাইয়া সুলতানা।
পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মোসাররাত জাঁহা চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, পুনাক দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে পুলিশ পরিবারের নারী সদস্যদের জন্য নানা ধরনের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করছে।
এছাড়াও পুনাক নিজস্ব গন্ডির বাইরে বৃহত্তর পরিসরে নারীর ক্ষমতায়নেও কার্যকর ভূমিকা পালনের পাশাপাশি সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশেও পুনাক দাঁড়িয়েছে। পর্যায়ক্রমে পুলিশ পরিবারের সদস্য এবং সকল নারী পুলিশ সদস্যদের পুনাকের সঙ্গে যুক্ত করে বিভিন্ন হস্তশিল্পের কাজের মাধ্যমে পুলিশ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
এ সময় ডিআইজি শাহ আবিদ হোসেন, পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞা,উম্মে সালমা মুন্নি,রোকসানা পারভীন, রোমানা আক্তার,মাশরুফা তাসনিম,সালমা জামান,ওয়াহিদা ওয়াহাব,তানিয়া মুস্তফা,সৈয়দ আবু সায়েম,ফেরদৌস খানস জুই,ড.ফাতিমা জেসমিন,কানিজ ফাতেমা,রহিমা খানম চৌধুরী,নাফিস সিদ্দিকী,ফাতেহা রশিদ,মাহমুদা নাজনীন,নিঘাত পাভীন,ড.ওয়াজেদ শামসুন্নাহার,উম্মে কুলসুম উপস্থিত ছিলেন।
আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন
এই বিভাগের আরো খবর