Logo
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন
Title :
ময়মনসিংহে এক যুগপর ইসলামী ছাত্রশিবিবের বিক্ষোভ মিছিল ময়মনসিংহে সাংবাদিকদের সাথে আশা’র মতবিনিময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি গঠন নিয়ে সভা শেষে মারামারি, থানায় অভিযোগ ময়মনসিংহে ট্রাফিক ব্যবস্থাপনায় ৬০ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত ময়মনসিংহে গারো সম্প্রদায়ের ‘খ্রীষ্টরাজ ওয়ানগালা রাজোৎসব’ উদযাপিত গোটা কুরআন আমাদের কর্মসূচি এটা আমাদের ভুলে গেলে চলবে না- অধ্যাপক মুজিবুর রহমান ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড ময়মনসিংহে ডিবির অভিযানের পর বাসার সামনে থেকে অচেতন অবস্থায় উদ্ধার,পরে মৃত্যু দুই দিন ধরে বাড়িতে ঝুলছিল ইউপি চেয়ারম্যানের লা ময়মনসিংহে প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম :
  • আপডেট সময়: শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • সময় 11 months আগে
  • ৯০ টাইম ভিউ

ময়মনসিংহে দ্বিতীয় ধাপের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী।

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, ময়মনসিংহ মমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ এবং আনন্দমোহন কলেজ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছি। প্রত্যেকটাই অত্যন্ত সুন্দর পরিবেশে পরীক্ষা নেয়া হয়েছে।

প্রশাসনে যারা রয়েছে তারাও দায়িত্বশীল বাবে কাজ করছেন। প্রথম ধাপ স্বচ্ছতার মাধ্যমে হয়েছে। আজকের পরীক্ষাও স্বচ্ছতার মাধ্যমে হয়েছে বলে আমি আশা করি। কোন অনিয়ম বা আপত্তিকর কিছু হলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কেন্দ্রে বিভিন্ন কক্ষে প্রবেশ করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।

এ সময় তিনি কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপপরিচালক মোহাম্মদ আলী রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুমসহ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষা অফিস সূত্রে জানা যায়,ময়মনসিংহ বিভাগের চার জেলা ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুরের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এর মধ্যে ময়মনসিংহ জেলার ৫৯টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪৩ হাজার ৭৫৮ জন। যার মধ্যে পুরুষ পরীক্ষার্থী ১৯ হাজার ৩৩০ এবং মহিলা পরীক্ষার্থী ২৪ হাজার ৪২৮ জন।
জামালপুর জেলায় ২২ হাজার ৫০১ জন পরীক্ষার্থীর মধ্যে পুরুষ পরীক্ষার্থী ১১ হাজার ৩৮৩ এবং মহিলা পরীক্ষার্থী ১১ হাজার ১১৮ জন।

নেত্রকোনা জেলায় ২২ হাজার ৬০৩ জনের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ১০ হাজার ৯১৪ এবং মহিলা পরীক্ষার্থী ১১ হাজার ৬৮৯ জন এবং শেরপুর জেলায় ১৩ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পুরুষ ৬ হাজার ৬২৩ এবং মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ২৪০ জন।

ময়মনসিংহ বিভাগের ১৬৩ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ২ হাজার ৭২৫ জন। যার মধ্যে পুরুষ পরীক্ষার্থীর ৪৮ হাজার ২৫০ জন এবং মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ৫৪ হাজার ৪৭৫ জন।

ময়মনসিংহ বিভাগ থেকে মোট ১ হাজার ৭৯৩ জন সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ দেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024
Support : ESAITBD Software Lab Dhaka