ময়মনসিংহে ট্রাকের চাপায় নিহত ১, আহত ৮
রিপোর্টারের নাম :
-
আপডেট সময়:
সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
সময় 11 months আগে
-
৮৪
টাইম ভিউ
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় নাজমুল হুদা আনসারী (৩৭) নামে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, মুরগির খাদ্যবোঝাই একটি মালবাহী ট্রাক ব্যাটারিচালিত কয়েকটি অটোরিকশাকে চাপা দিলে সেগুলো দুমরেমুচড়ে যায়।
এ সময় অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে নাজমুল হুদা আনসারী ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহতের লাশ উদ্ধার করে। নিহত নাজমুল সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার উটরা গ্রামের আবুল হোসেনের ছেলে।
এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও আটজনকে প্রথমে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হচ্ছে।
আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন
এই বিভাগের আরো খবর