ময়মনসিংহে খন্দকার মোহাম্মদ আলী ও জায়েদা ফাউন্ডেশনের যাত্রা শুরু
রিপোর্টারের নাম :
-
আপডেট সময়:
বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
সময় 9 months আগে
-
৮৪
টাইম ভিউ
সামাজিক ও উন্নয়ন মূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্য নিয়ে ময়মনসিংহে যাত্রা শুরু করেছে খন্দকার মোহাম্মদ আলী ও জায়েদা ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা।
বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি রেষ্টুরেন্টে ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম লক্ষ্য ও উদ্দেশ্য তোলে ধরে সংবাদ সম্মেলন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক খন্দকার বাকী বিল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক খন্দকার জুবায়দুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি উত্তম চক্রবর্তী রকেট সহ অন্যরা।
সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক খন্দকার বাকী বিল্লাহ বলেন, আমাদের পিতা মাতার নামে আমরা এ ফাউন্ডেশন প্রতিষ্ঠা ও পরিচালনার উদ্যোগ নিয়েছি।
এসময় ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম তোলে ধরে তিনি বলেন, এই ফাউন্ডেশনের মাধ্যমে সামাজিক ও শিক্ষা কর্মকাণ্ড পরিচালনা সহ গরীব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রধান, রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন, বিভিন্ন উৎসবে গরীব ও অসহায় মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণ, মসজিদ ও মাদ্রাসায় দান করা,
এতিম ও অসহায়দের মাঝে আর্থিক সাহায্য প্রদান, বিধবা বয়স্ক ও নিঃস্বদের আর্থিক সহায়তা করা, গরীব ও এতিম বিবাহযোগ্যা মেয়েদের বিবাহে আর্থিক সহায়তা করা, দরিদ্র ও অসহায় রোগীদের আর্থিক সহায়তা করা, এতিম অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ,
রমজান মাসে বিধবা অসহায়দের মাঝে ইফতার বিতরণ, অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ ও যে কোন জাতীয় দুর্যোগে সরকারের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা হবে। মানুষের কল্যাণে এ ফাউন্ডেশন কাজ করবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন
এই বিভাগের আরো খবর