ময়মনসিংহের ফুলপুরে খেজুর কুড়াতে গিয়ে পুকুরে পড়ে তিন শিশুর মৃত্যু
রিপোর্টারের নাম :
-
আপডেট সময়:
বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
সময় 6 months আগে
-
৮১
টাইম ভিউ
ময়মনসিংহের ফুলপুরে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
তারা হলো, ওই এলাকার মন্নাছ আলীর মেয়ে নুসরাত (৮), রফিকুল ইসলামের মেয়ে সানিয়া (৮) ও ছেলে মেহেদী (৬)।
রূপসী ইউনিয়নের চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী বলেন, পুকুর পাড়ে খেজুর গাছ রয়েছে। ওই গাছ থেকে পড়া খেজুর পানি থেকে সংগ্রহ করতে গিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছ।
এক ব্যক্তি পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় এক শিশুকে পানিতে ভাসতে দেখে স্থানীয়দের নিয়ে একে একে তিন শিশুর মরদেহ উদ্ধার করেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি।
আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন
এই বিভাগের আরো খবর