প্রতিদিন ডেস্ক :
ময়মনসিংহের ভালুকায় ডিজেল তৈরির কারখানায় ড্রাম বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
বুধবার (৩ জানুয়ারি) উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভায়াবহ গ্রামে এই ঘটনা ঘটে।
ভালুকা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম বলেন,ভায়াবহ গ্রামে প্লাস্টিক পুড়িয়ে প্রক্রিয়াজাতকরণ করে ডিজেল তৈরি করা হতো একটি কারখানায়।
ওই কারখানার ডিজেল রাখার একটি ড্রাম বিস্ফোরণে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ২ জনের একজন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর একজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।