প্রতিদিন ডেস্ক :
বিভিন্ন শূন্য পদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ৭ পদে মোট ২৩ জনকে নিয়োগ দেবে। নবমসহ বিভিন্ন গ্রেডে এসব কর্মী নিয়োগ পাবেন।
বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। আবেদন শুরু হবে ৩ জানুয়ারি সকাল ৯টা থেকে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ২৫ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত।
পদের নাম, সংখ্যা ও বিবরণ
১. পদের নাম: প্রোগ্রামার
গ্রেড: ৬
পদসংখ্যা: ১
বেতন: ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি-সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি/ সমমানের সিজিপিএসহ ৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
২.
পদের নাম: সহকারী পরিচালক
গ্রেড: ৯
পদসংখ্যা: ৮
বেতন: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা।
৩.
পদের নাম: সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার
গ্রেড: ৯
পদসংখ্যা: ১
বেতন : ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি-সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
৪.
পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা
পদসংখ্যা: ১
গ্রেড: ৯
বেতন: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
৫. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩
গ্রেড: ১৪
বেতন : ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
*কুড়িগ্রাম জেলার অধিবাসীদের আবেদন করার প্রয়োজন নেই।
৬. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ২
গ্রেড: ১৬
বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
৭. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৭
গ্রেড: ২০
বেতন: ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
*নওগাঁ, খুলনা, ঝিনাইদহ, রংপুর, মেহেরপুর, বাগেরহাট, বগুড়া ও কিশোরগঞ্জ জেলার অধিবাসীদের আবেদন করার প্রয়োজন নেই।
আবেদনের বয়সসীমা
১ নম্বর পদের ক্ষেত্রে ১৮ থেকে ৩৫ বছর। ২ থেকে ৭ নম্বর পদের ক্ষেত্রে ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
কোন পদে আবেদন ফি কত
১ থেকে ৪ নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ৬৬৯ টাকা, ৫ ও ৬ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৭ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।