প্রতিদিন ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর।
সোমবার পণ্যভিত্তিক সর্ববৃহৎ বাণিজ্যিক সংগঠন বাজুস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বাজুস প্রেসিডেন্ট বলেন, ‘শেখ হাসিনার এই জয়ে দুর্বার গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ, আসবে অর্থনৈতিক মুক্তি।
এই জয়ে শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে বিশ্বরাজনীতিতে অনন্য রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন।’