বিশ্বের একমাত্র ব্যাটার হিসাবে নজির গড়লেন রোহিত শর্মা আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে সেঞ্চুরি এল ভারত অধিনায়কের ব্যাট থেকে। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে এতদিন পর্যন্ত সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড ছিল সূর্যকুমার যাদব ও রোহিতের দখলে। বুধবার সতীর্থকে টপকে গেলেন হিটম্যান।
আফগানিস্তানের বিরুদ্ধে আগেই সিরিজ জিতে গিয়েছিল ভারত। বুধবার নিয়মরক্ষার ম্যাচে একাধিক বদল করে পরীক্ষার পথে হেঁটেছিলেন রোহিত। তবে সেই পরীক্ষার সফলতম উদাহরণ হয়ে উঠলেন অধিনায়ক নিজেই। ১৪ মাস পরে টি-টোয়েন্টিতে ফিরে পরপর দুই ম্যাচে খাতাই খুলতে পারেননি।
বিশ্বকাপের আগে অধিনায়কের খারাপ ফর্ম নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। একটা ইনিংস খেলেই যাবতীয় সমালোচনার ঝড় থামিয়ে দিলেন হিটম্যান।
ম্যাচের শুরুতে পরপর চার উইকেট হারায় ভারত। একেবারে মন্থর গতিতে ব্যাটিং করছিলেন রোহিত নিজেও। লাগাতার ডট বল খেলায় চাপও বাড়ছিল তাঁর উপরে। তবে সেট হয়ে যেতেই হিটম্যানকে স্বমেজাজে দেখল চিন্নাস্বামী স্টেডিয়াম।
রিঙ্কু সিংকে সঙ্গে নিয়ে শুরু করেন পালটা মার। ৮টা ছক্কা, ১১টা চারের আতসবাজিতে আলোকিত হয়ে গেল স্টেডিয়াম। ৬৯ বলে ১২১ রান করে মাঠ ছাড়লেন অপরাজিত রোহিত। ধুঁকতে থাকা ভারতীয় ইনিংসকে দুশোর গণ্ডি পার করালেন।
জুটি হিসাবেও এদিন নজির গড়লেন রোহিত-রিঙ্কু। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি রানের পার্টনারশিপ গড়লেন দুই তারকা। ১৯০ রানের জুটি বেঁধে দলকে ব্যাটিং বিপর্যয়ের হাত থেকেও বাঁচালেন।