Logo
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে এক যুগপর ইসলামী ছাত্রশিবিবের বিক্ষোভ মিছিল ময়মনসিংহে সাংবাদিকদের সাথে আশা’র মতবিনিময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি গঠন নিয়ে সভা শেষে মারামারি, থানায় অভিযোগ ময়মনসিংহে ট্রাফিক ব্যবস্থাপনায় ৬০ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত ময়মনসিংহে গারো সম্প্রদায়ের ‘খ্রীষ্টরাজ ওয়ানগালা রাজোৎসব’ উদযাপিত গোটা কুরআন আমাদের কর্মসূচি এটা আমাদের ভুলে গেলে চলবে না- অধ্যাপক মুজিবুর রহমান ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড ময়মনসিংহে ডিবির অভিযানের পর বাসার সামনে থেকে অচেতন অবস্থায় উদ্ধার,পরে মৃত্যু দুই দিন ধরে বাড়িতে ঝুলছিল ইউপি চেয়ারম্যানের লা ময়মনসিংহে প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জে ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসিদের আশ্রয়দাতা যুবদল নেতা শরীফ!

রিপোর্টারের নাম :
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • সময় 4 months আগে
  • ১৬০ টাইম ভিউ

৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। সেখানে ছাত্রলীগ ও যুবলীগের চিহ্নিত সন্ত্রাসিদের আশ্রয়ের অভিযোগ উঠেছে, কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফের বিরুদ্ধে। এমন অভিযোগে সম্প্রতি কিশোরগঞ্জ শহরের হয়বত নগর তার নিজ বাসায় অভিযান চালিয়েছে সেনাবাহিনীর একটি দল।

  সূত্র জানায়, যুবদল সভাপতি শরীফ যুবলীগ ছাত্রলীগ নেতা নিয়াজ, তৌফিক, সানা, মুসাসহ আরো বেশ কয়েকজনকে তার বাসার গোপন কক্ষে আশ্রয় দেয়। এতে তোলপাড় শুরু হয় কিশোরগঞ্জ জেলা বিএনপি এবং যুবদলের নেতাকর্মীদের মাঝে।

বিষয়টি প্রকাশ্যে আসলে, তাদের ধরতে রাতে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। তবে, অভিযানের খবরে সটকে পড়েন তারা। এর আগে গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে ছাত্রলীগের নেতাকর্মীদের আশ্রয়দানের অভিযোগ উঠলে লিখিত আকারে ব্যাখা প্রদান করতে নির্দেশ দেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদল।

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নেভিন জানান, ছাত্র জনতার আন্দোলনে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র সন্ত্রাসিরা পুলিশের সহযোগিতায় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ ছাত্র জনতার উপর আক্রমন করে। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়।

৫ আগস্টের পর খুনি হাসিনা পালিয়ে গেলে, তার দোসরাও পলাতক থাকে। সে জায়গায় চিহ্নিত কিছু ছাত্রলীগ যুবলীগ নেতাদের আশ্রয় দেবার খবর ছিলো ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে, সেজন্য আমরা পদক্ষেপ নিয়েছি। এসব খুনিদের ধরে আইনের হাতে সোপর্দ করা হবে।

এ বিষয়ে জানতে যুবদল সভাপতি খসরুজ্জামান শরীফের সাথে যোগাযোগ করা হলে, প্রথমে তিনি বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করেন। তবে, বিভিন্ন সময় ঘুরতে যাওয়ার ছবি আছে ছাত্রলীগ যুবলীগের চিহ্নিত সব নেতাকর্মীদের সাথে, এমন প্রশ্ন করলে, তিনি জানান এলাকার ছোট ভাই হবার সুবাদে তাদের সাথে হাওরে ঘুরতে গিয়েছিলেন। তবে, সরকার পতনের পর, তাদের বাসায় আশ্রয় দেননি তিনি বলে দাবি করেন।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, শুধু যুবদল নেতা শরীফ না, আমরা আরো অনেকের নাম শুনছি। বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।

শুধু আশ্রয় নয়, অনেক আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীদের বাঁচানোর কথা বলে টাকা চাওয়ার মতো অভিযোগও আমরা পেয়েছি। এ ধরনের কোন সংশ্লিষ্টতা যে কারো বিরুদ্ধে পেলে, তাদের দল থেকে বহিষ্কার করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024
Support : ESAITBD Software Lab Dhaka