Logo
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে এক যুগপর ইসলামী ছাত্রশিবিবের বিক্ষোভ মিছিল ময়মনসিংহে সাংবাদিকদের সাথে আশা’র মতবিনিময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি গঠন নিয়ে সভা শেষে মারামারি, থানায় অভিযোগ ময়মনসিংহে ট্রাফিক ব্যবস্থাপনায় ৬০ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত ময়মনসিংহে গারো সম্প্রদায়ের ‘খ্রীষ্টরাজ ওয়ানগালা রাজোৎসব’ উদযাপিত গোটা কুরআন আমাদের কর্মসূচি এটা আমাদের ভুলে গেলে চলবে না- অধ্যাপক মুজিবুর রহমান ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড ময়মনসিংহে ডিবির অভিযানের পর বাসার সামনে থেকে অচেতন অবস্থায় উদ্ধার,পরে মৃত্যু দুই দিন ধরে বাড়িতে ঝুলছিল ইউপি চেয়ারম্যানের লা ময়মনসিংহে প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

উত্তরায় মসজিদে তাবলীগ জামাতের দু’পক্ষের মারামারি

রিপোর্টারের নাম :
  • আপডেট সময়: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • সময় 11 months আগে
  • ৮৭ টাইম ভিউ

রাজধানীর উত্তরায় তাকওয়া মসজিদে অবস্থান করা নিয়ে তাবলীগ জামাতের দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে বেশ কয়েকজন তাবলীগ জামাত ও মুসল্লি আহত হয়েছেন। পরে পুলিশের মধ্যস্থতায় মসজিদ কমিটি ও তাবলীগ জামাতের দুই পক্ষের মধ্যে বৈঠক হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাকওয়া মসজিদে তাবলীগের কার্যক্রম বন্ধ থাকবে।

রোববার (২১ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এরপর রাতেই তাকওয়া মসজিদের সামনে থেকে অন্যত্র চলে যায় মাওলানা সাদের অনুসারী মুসল্লিরা।

উত্তরার তাকওয়া মসজিদে আগে থেকেই তাবলীগের কার্যক্রম পরিচালনা করে আসছে মাওলানা জুবায়েরের অনুসারীরা। রোববার রাত ৮টার দিকে জামাত নিয়ে মসজিদে যেতে চায় মাওলানা সাদের অনুসারীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি বেধে যায়।

এ সময় নষ্ট করা হয় মুসল্লিদের সাথে থাকা লাগেজ ও রান্নার সামগ্রী। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার দাবি করেছে মাওলানা সাদের সমর্থক মুসল্লিরা।

প্রতি বছর ইজতেমা ঘিরে সাদ ও জুবায়েরের অনুসারীরা তাকওয়া মসজিদে থেকেই কার্যক্রম পরিচালনা করে।

এ বছর ৪ থেকে ৬ ফেব্রুয়ারি মাওলানা জুবায়েরের অনুসারী আর ৯ থেকে ১১ ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীরা টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নেবেন।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাকওয়া মসজিদের ভেতরে মাওলানা জুবায়েরের অনুসারীরা অবস্থান নেয়। আর বাইরে মাওলানা সাদের অনুসারীরা।

এমন পরিস্থিতিতে মসজিদের ভেতরে দুপক্ষ, মসজিদ কমিটি ও পুলিশ বৈঠকে বসে। সেখানে সিদ্ধান্ত অনুযায়ী তাকওয়া মসজিদে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে তাবলীগের কার্যক্রম।

এই বিষয় নিয়ে,মাওলানা জুবায়েরের অনুসারী ও পুলিশ কথা বলতে রাজি হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024
Support : ESAITBD Software Lab Dhaka