ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় সিএনজির যাত্রী নিহত
রিপোর্টারের নাম :
-
আপডেট সময়:
সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
সময় 11 months আগে
-
৮৭
টাইম ভিউ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার পৌর শহরের দত্তপাড়া এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহত হলেন- ফজলুর রহমান (৫৩)। তার বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের আহমদপুর গ্রামে। আহতরা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার ভাইদগাঁও গ্রামের মীনার (৪০), কাকনহাটি গ্রামের ইমন (২৭), কাজির বলসা গ্রামের কাজি মুকুল (৪৫), ময়মনসিংহ সদরের জহির (৩৮) ও গাজীপুর জেলা সদরের বড়বাড়ির সাব্বির আহম্মেদ (২৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঈশ্বরগঞ্জগামী অটোরিকশাটি দত্তপাড়ার মরাখলা এলাকায় পৌঁছে ময়মনসিংহগামী একটি ট্রাকের সামনে পড়ে। এসময় অটোরিকশাকে চাপা দেয় ট্রাকটি। এতে অটোতে থাকা ছয়জন গুরুতর আহত হন।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে যায় এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন
এই বিভাগের আরো খবর