ঈদে শিল্প কারখানার শ্রমিকদের বেতন বোনাস প্রদান নিশ্চিত করেছে ভালুকা শিল্প পুলিশ
রিপোর্টারের নাম :
-
আপডেট সময়:
বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
সময় 6 months আগে
-
৮৬
টাইম ভিউ
ময়মনসিংহ শিল্প অঞ্চলে বিভিন্ন শিল্প কারখানার আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার পাশাপাশি শিল্প কারখানার শ্রমিকদের বেতন বোনাস প্রদান নিশ্চিত করেছে ভালুকা শিল্প পুলিশ।
বিগত বছরের মতো শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ঈদুল আযহা কে সামনে রেখে ইন্ডস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ বিশেষ কিছু পদক্ষেপ নিয়েছে।
শিল্প পুলিশ -৫ ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান এর নির্দেশে শিল্প পুলিশের বিভিন্ন টিম ও গোয়েন্দা ইউনিটে দায়িত্বে থাকা কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ শিল্প কারখানার শ্রমিকদের বেতন বোনাস নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করে তারা নিশ্চিত করতে সক্ষম হয়েছে।
তারই ধারাবাহিকতায় গত ২৯ মে ২০২৪ ইং থেকে শিল্প পুলিশ -৫ ময়মনসিংহের আওতাধীন শিল্প এলাকার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ’সহ বিভিন্ন ফ্যাক্টরির শ্রমিক প্রতিনিধিদের নিয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সংক্রান্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
গত ৩০ মে ২০২৪ ইং বিভিন্ন ফ্যাক্টরির মালিক, মালিক প্রতিনিধি এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষদেরকে নিয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে শ্রমিকদের ঈদ বোনাস ও বেতন-ভাতা পরিশোধের বিষয়ে আরো একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় উপস্থিত বিভিন্ন ফ্যাক্টরি কর্তৃপক্ষের নিকট হইতে শ্রমিকদের বোনাস, বেতন-ভাতা এবং ঈদের ছুটি প্রদান সংক্রান্তে নির্ধারিত তারিখ সংগ্রহ করা হয়েছে। ঈদকে সামনে রেখে যাতে শ্রমিকদের বেতন ও বোনাস নিয়ে কোন ধরণের আইন-শৃঙ্খলার অবনতি না হয় এবং শ্রমিকরা যাতে নির্ধারিত সময়ে তাদের বেতন ও বোনাস পায় তার জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার’সহ অন্যান্য কর্মকর্তাগণ নিয়মিতভাবে বিভিন্ন ফ্যাক্টরি পরিদর্শন করে আলাপ-আলোচনা অব্যাহত রেখেছেন।
এবং বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়ে পুলিশ সুপার’সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ আইন- শৃঙ্খলা সভা, কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে সভা ইত্যাদি অনুষ্ঠান করছেন।
বিট পুলিশিং অফিসারগণ বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়ে শ্রমিকদের নিয়ে বিট পুলিশিং সভা করে তাদের বিভিন্ন অভিযোগ শুনে তা নিরসনের চেষ্টা করেন। ঈদ পূর্ববর্তী ও ঈদ পরবর্তী সময়ে শিল্পাঞ্চলের আইন- শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ কর্তৃক শিল্পাঞ্চল এলাকায় দিবা-রাত্রি পুলিশি টহল জোরদার করা হয়েছে।
টহল পার্টির সদস্যরা প্রত্যেকটি ফ্যাক্টরিতে সরজমিনে হাজির হয়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষের বিভিন্ন সমস্যা শুনে তা দ্রুত নিরসনের ব্যবস্থা গ্রহণ করেন।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, শিল্পাঞ্চল এলাকায় সার্বক্ষণিক ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহের গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশ শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর।
আলী আকবর সাজু/ময়ম
আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন
এই বিভাগের আরো খবর