প্রতিদিন ডেস্ক:
ইসমাইল হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে ঈগলের প্রধান নির্বাচনী এজেন্ট মুকুলকে নির্বাচন হতে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে নৌকা প্রার্থী মাহবুবুর রহমান হেলাল বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার(৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর এমনই একটি অভিযোগ প্রেরণ করা হয়েছে বলে স্বতন্ত্র প্রার্থী মুরাদ হাসানের প্রধান নির্বাচনী এজেন্ট সাখাওয়াত আলম মুকুল কালবেলা কে নিশ্চিত করেছেন।
সাখাওয়াত আলম মুকুল বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী ডাঃ মুরাদ হাসানের ঈগল প্রতীকের প্রধান এজেন্ট হিসাবে নির্বাচনী কাজ পরিচালনা করছি।
গতকাল বিকেলে নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান হেলাল তাহার সঙ্গীয় ৪০/৫০ জন সমর্থক নিয়ে আমার বসত বাড়ী এসে নির্বাচনী আচরণ বিধি লংঙ্ঘন করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রকাশ্যে হুমকী দিয়ে বলে যে, আমার বাড়ী ঘর ভাংচুর করিয়া আমাকে এলাকা ছাড়া করিবে।
এছাড়াও আরও হুমকী দিয়ে বলেন যে, নির্বাচন থেকে সরে না দাড়ালে আমাকে সহ ডাঃ মুরাদ হাসান এর ঈগল প্রতিক এর সমর্থকদের মারপিট খুন জখম করবে। তাই আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান হেলালের নির্বাচনী আচরণ বিধি লংঙ্ঘনের বিষয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করেছি বলে জানান তিনি।
অপরদিকে নৌকার মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান হেলালের সাথে এবিষয়ে কথা হলে তিনি বলেন, এটা
ডাসা মিথ্যে কথা। ‘আমি নির্বাচনী প্রচারণার জন্য আমার কর্মী সমর্থকদের নিয়ে শিমলাপল্লী তাড়িয়াপাড়া এলাকায় ভোট চাইতে যাই। পথিমধ্যে মুকুলের বাড়ীর সামনে মুকুলের সাথে দেখা হয়।
আমি তাকে সালাম জানিয়ে তার কাছে নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করি এবং দোয়া চাই। এছাড়া তার সাথে আর কোন কথা হয়নি বলে জানান তিনি। তার আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট বলেও তিনি।
এবিষয়ে উপজেলার রিটানিং কর্মকর্তা ও ইউএনও শারমিন আক্তার বলেন,এ বিষয়ে সাখাওয়াত আলম মুকুলের একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।