Logo
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন
Title :
ময়মনসিংহে এক যুগপর ইসলামী ছাত্রশিবিবের বিক্ষোভ মিছিল ময়মনসিংহে সাংবাদিকদের সাথে আশা’র মতবিনিময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি গঠন নিয়ে সভা শেষে মারামারি, থানায় অভিযোগ ময়মনসিংহে ট্রাফিক ব্যবস্থাপনায় ৬০ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত ময়মনসিংহে গারো সম্প্রদায়ের ‘খ্রীষ্টরাজ ওয়ানগালা রাজোৎসব’ উদযাপিত গোটা কুরআন আমাদের কর্মসূচি এটা আমাদের ভুলে গেলে চলবে না- অধ্যাপক মুজিবুর রহমান ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড ময়মনসিংহে ডিবির অভিযানের পর বাসার সামনে থেকে অচেতন অবস্থায় উদ্ধার,পরে মৃত্যু দুই দিন ধরে বাড়িতে ঝুলছিল ইউপি চেয়ারম্যানের লা ময়মনসিংহে প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

সংসদ সদস্যর হস্তক্ষেপে পৈত্রিক ভিটা ফিরে পেলেন ভাষা সৈনিকের স্ত্রী

রিপোর্টারের নাম :
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • সময় 11 months আগে
  • ৮৬ টাইম ভিউ

ময়মনসিংহে অভিনব কায়দায় জাল জালিয়াতি করে এক ভাষা সৈনিকের পরিবারের তিনতলা বাড়ি ও জমি দখল করে নেয় তারই বাসার কেয়ারটেকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজটি ভাইরাল হয়। বিষয়টি নজরে আসে প্রশাসনের।

পরে স্থানীয় সংসদ সদস্য মোহত উর রহমান শান্ত ও প্রশাসনের হস্তক্ষেপে পৈত্রিক ভিটা ফিরে পেয়েছেন প্রয়াত ভাষা সৈনিক কৃষি বিজ্ঞানী ড. ভুইয়া নুরুল ইসলামের স্ত্রী ও বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নার্গিস আনার বেগম। অবশেষে নিজ বাড়িতে প্রবেশ করেছেন তিনি। বাতিল হয়েছে ভুয়া জন্ম নিবন্ধন ও ওয়ারিসান সার্টিফিকেট।  এই বাড়ি জাল জালিয়াতি করে দখল নিয়েছিলো তারই কেয়ারটেকার আব্দুল হাই। কালবেলার অনুসন্ধানে বেরিয়ে আসে জমির বিআরএস রেকর্ডে ভুলের সুযোগ নিয়ে, উপেন্দ্র কিশোর তরফদার নামে একজনকে ভুয়া দাদা সাজানোর চাঞ্চল্যকর তথ্য।

উপেন্দ্র কিশোর তরফদারের নামে বানানো হয় ভুয়া জন্ম নিবন্ধন ও ওয়ারিশান সার্টিফিকেট। সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসনের নজরে আসে বিষয়টি।

প্রয়াত ভাষা সৈনিক কৃষি বিজ্ঞানী ড. ভুইয়া নুরুল ইসলামের পরিবারের পাশে দাড়ান স্থানীয় সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত। উদ্যোগ নেন ভাষার মাস আসার আগেই নার্গিস আনার বেগমকে নিজের পৈত্রিক ভিটায় ফেরানোর।

অতপর বুধবার সকালে নিজর বাড়িতে উঠেন নার্গিস। ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নার্গিস আনার বেগম প্রবেশ করছেন পৈত্রিক ভিটায়। ১৯৮৮ সালে নিজ হাতে নির্মাণ করা বাড়ি নতুন করে ঘুরে ঘুরে দেখেন তিনি।

নার্গিস আনার বেগম বলেন, আব্দুল হাইকে দিয়েছিলাম চাকরি। কেয়ারটেকার হিসেবে নিজ বাড়িতে থাকতে দিয়েছিলামন। সন্তানদের পড়াশোনার দায়িত্বও নিয়েছিলাম। সেই ব্যাক্তির কাছ থেকে এমন প্রতারণার কষ্ট কিভাবে ভুলব আমি।

তবে আমার পৈত্রিক ভিটা ফিরে পেয়ে সবার প্রতিই কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু বাসায় আসার পর থেকে অনেকে আমাকে দেয়া হচ্ছে হুমকি ধামকি। তাই রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাইছি আমি।

ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, সংবাদের মাধ্যমে আমি জানতে পারি একজন ভাষা সৈনিকের স্ত্রীর জাল জালিয়াতির মাধ্যমে বাসাটি দখল হয়ে গেছে।

যারা এদেশের মাতৃভাষার জন্য মায়ের ভাষায় জন্য জীবন বাজিরেখে সংগ্রাম করেছেন তাদের পরিবারের বাড়ি দখল হয়ে যাবে এটা খুবই দুঃখ জনক।

ইতিপূর্বে জন্ম সনদ ওয়ারিশান সাটিফিকেট জাল জালিয়াতের মাধ্যমে বানিয়েছিল তা যাচাই বাছাই করে বাতিল করা হয়েছে। তার যদি আইনগতভাবে বাসা ফিরে পেয়ে থাকে।

আশা করব পূর্ণরায় যাতে নিগৃহীত,নির্যাতিত না হয় দখল না হয়ে যায় লোকাল প্রশাসনসহ আমরা তাদের পাশে থাকব।

ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত বলেন, প্রথমে আমার দৃষ্টিগোচর না হওয়ায় আগে পদক্ষেপ নিতে পারিনি।

বঙ্গবন্ধুর বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রেয় ক্ষমতায় এসময়ে একজন ভাষাসৈনিক পরিবারের এইভাবে উচ্ছেদ করে সম্পুর্ন জালজালিয়াতের মাধ্যমে তার কেয়ারটেকার এই কাজ করেছে।

আল্লাহ তালার অশেষ কৃপায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের নেতা কর্মীদের সহযোগিতায় অনেক দিন পর বসতভিটা ফিরত পেয়েছে।

আমি অত্যন্ত আনন্দিত এই জন্য, আমরা যে বাংলাদেশে থাকি সেটা একটি অর্জন, শুরুটা হয়েছিল ভাষাসৈেিনকর মাধ্যমে সেই ভাষা সৈনিকের পরিবারকে পৈতিক ভিটা ফিরিয়ে দিতে পেরে আনন্দিত অনুভব করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024
Support : ESAITBD Software Lab Dhaka